টলিউডের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী ও তাঁর পরিবারের সদস্যরা করোনা পজিটিভ বেশ কিছু দিন ধরেই। আর এ করোনায় মারা গেলেন রাজ চক্রবর্তীর বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তী।
শুক্রবার সকালে পশ্চিমবঙ্গের বাইপাসে একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। সেখানে করোনায় আক্রান্ত হয়ে তিনি ভর্তি ছিলেন। সরকারি নিয়ম মেনে আজ তাঁকে দাহ করা হবে বলে জানা গেছে।
পরিচালক রাজ চক্রবর্তী করোনা পজিটিভ। তাঁর স্ত্রী শুভশ্রী গাঙ্গুলী ও সন্তানসহ অন্যদের করোনা নেগেটিভ। তবে নিয়ম মেনে ঘরেই কোয়ারেন্টিনে রয়েছেন তারা। আর এ জন্য নিজের বাবাকে শেষ দেখা দেখতে পারছেন না রাজ।
রাজ চক্রবর্তী তাঁর নিজের করোনা আক্রান্তের খবর গত ১৭ আগস্ট টুইটারে জানিয়েছেন। তিনি সে সময় আরও জানান, তিনি ছাড়া বাড়ির সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি বলেন, শুভশ্রী অন্তঃসত্ত্বা, বাবা-মা বয়স্ক, তাই তাঁদের রিপোর্ট নেগেটিভ আসার খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন তিনি।
এদিকে শারীরিক অন্য জটিলতার জন্য বাইপাসের এক হাসপাতালে রাজের বাবা ভর্তি হয়েছিলেন। গণেশ চতুর্থীর দিন রাজ জানিয়েছিলেন, আগের থেকে তাঁর বাবা ভাল আছেন । ভাল আছেন তিনিও।
এরপর জানা যায়, দিন দু’য়েক আগে পরিচালকের বাবার পুনরায় করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। আর আজ সকালে মারা যান কৃষ্ণশঙ্কর চক্রবর্তী।