নিজস্ব প্রতিবেদক:
পরিচালক রাজ চক্রবর্তী ও তাঁর পরিবার করোনা পজিটিভ ছিলেন। তাঁর বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তী করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন শুক্রবার। পরে রাতে জানা গেল করোনা নেগেটিভ রাজ চক্রবর্তী। সুস্থ হয়ে বাবার শেষকৃত্যে গেলেন রাজ। রাত এগারোটার দিকে রাজের বাবাকে স্বাস্থ্যবিধি মেনে দাহ করা হয়।
শনিবার এক টুইটে বাবাকে দাহ করার ঘটনা জানিয়েছেন রাজ চক্রবর্তী। তিনি লেখেন, ‘‘রাত ১১.১৫। শ্মশানে বাবাকে নিয়ে গেলাম সবাই। সমস্ত নিয়ম, বিধি মেনে বিদায় জানালাম তাঁকে। চিকিৎসক জানিয়েছেন, আমি করোনা নেগেটিভ। তাই আমিও ছিলাম বাবার শেষ কাজে’’।
এ সময় রাজ চক্রবর্তী সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, ‘‘আপনারা পাশে ছিলেন বলেই আমার এই যুদ্ধ জয়। আমার ‘শক্তি’ হয়ে এ ভাবেই পাশে থাকবেন। ভাল থাকবেন, সাবধানে থাকবেন আপনারাও।’’
টলিউডের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী ও তাঁর পরিবারের সদস্যরা করোনা পজিটিভ ছিলেন বেশ কিছু দিন ধরেই। আর এ করোনায় মারা গেলেন রাজ চক্রবর্তীর বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তী।
শুক্রবার সকালে পশ্চিমবঙ্গের বাইপাসে একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। সেখানে করোনায় আক্রান্ত হয়ে তিনি ভর্তি ছিলেন।
রাজ চক্রবর্তী তাঁর নিজের করোনা আক্রান্তের খবর গত ১৭ আগস্ট টুইটারে জানিয়েছেন। তিনি সে সময় আরও জানান, তিনি ছাড়া বাড়ির সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি বলেন, শুভশ্রী অন্তঃসত্ত্বা, বাবা-মা বয়স্ক, তাই তাঁদের রিপোর্ট নেগেটিভ আসার খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন তিনি।
এদিকে শারীরিক অন্য জটিলতার জন্য বাইপাসের এক হাসপাতালে রাজের বাবা ভর্তি হয়েছিলেন। গণেশ চতুর্থীর দিন রাজ জানিয়েছিলেন, আগের থেকে তাঁর বাবা ভাল আছেন । ভাল আছেন তিনিও।
এরপর জানা যায়, দিন দু’য়েক আগে পরিচালকের বাবার পুনরায় করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। শুক্রবার সকালে মারা যান পরিচালকের বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তী।