নিজস্ব প্রতিবেদক :
ভাড়ার চুক্তিপত্রের মেয়াদ শেষ হওয়ায় বন্ধ হয়ে যাচ্ছে বসুন্ধরা সিটি শপিংমলের স্টার সিনেপ্লেক্সটি। গত ১ সেপ্টেম্বর এমন একটি খবর প্রকাশ হওয়ার পর সিনেমাপ্রেমীদের মধ্যে তৈরি হয় হতাশা। তবে এবার আশার খবর হলো বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স বন্ধ হচ্ছে না।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে স্টার সিনেপ্লেক্সের স্বত্তাধিকারি মাহবুব রহমান রুহেল বিষয়টি জানিয়েছেন।
তিনি জানিয়েছেন বৃহস্পতিবার সকালে এ চুক্তি নবায়ন করা হয়েছে।
এ বিষয়ে বসুন্ধরা কর্তৃপক্ষ জানান, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স কর্তৃপক্ষ তাদের আগের সিদ্ধান্ত থেকে সরে এসে স্টার সিনেপ্লেক্সকে মলে চলচ্চিত্র প্রদর্শন অব্যাহত রাখার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এই বিষয়ে আগ্রহ দেখানোর কারণে চুক্তির মেয়াদ বাড়ানো সম্ভব হয়েছে।
এদিকে মাহবুব রহমান রুহেল জানিয়েছেন, বৃহস্পতিবার বসুন্ধরা কর্তৃপক্ষ তাকে ফোন করে সিনেপ্লেক্স’র চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তের কথা জানান। শপিংমলে সিনেমা প্রদর্শনী অব্যাহত রাখতে বলেন তারা।
উল্লেখ্য, ২০২০ সালের অক্টোবর পর্যন্ত বসুন্ধরার কর্তৃপক্ষের পক্ষ থেকে চুক্তি ছিল স্টার সিনেপ্লেক্সের। এর মেয়াদ শেষ হওয়ায় আগস্ট মাসের শেষ সপ্তাহে মার্কেট মালিকের পক্ষ ফ্লোর ছাড়ার নোটিশ দেন।
এক ফেইসবুক স্টাট্যাসে স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল লিখেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, বসুন্ধরা সিটি শপিং মলেই থাকছে আপনাদের প্রিয় স্টার সিনেপ্লেক্স। বসুন্ধরা কতৃপক্ষের সঙ্গে আমাদের চুক্তি নবায়ন হতে যাচ্ছে। যার ফলে স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি শপিংমল থেকে সরে যাচ্ছে বলে যে উৎকন্ঠা এবং হতাশা তৈরি হয়েছিল তার অবসান ঘটছে। অগণিত দর্শক, শুভানুধ্যায়ীর ভালোবাসা আর আমাদের আবেদন মূল্যায়ন করে চুক্তি নবায়নের ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের জন্য বসুন্ধরা কতৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই। তাদের সহযোগিতা আমাদের পথচলা মসৃণ ও সুন্দর করেছে। আগামীতেও তাদের সহযোগিতাকে সঙ্গী করে আমরা এগিয়ে যেতে চাই। একই সাথে অশেষ ধন্যবাদ জানাতে চাই আমাদের অগণিত দর্শক, শুভানুধ্যায়ীদের, যাদের ভালোবাসা স্টার সিনেপ্লেক্সকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। বসুন্ধরায় স্টার সিনেপ্লেক্স থাকবেনা জেনে আপনাদের যে প্রতিক্রিয়া দেখেছি তাতে আমি অভিভূত। আপনাদের সুস্বাস্থ্য কামনা করি।
ভালো থাকবেন সবাই।’
স্টার সিনেপ্লেক্স বন্ধ হচ্ছে এমন খবরে হতাশা ব্যাক্ত করেন চলচ্চিত্র শিল্পের মানুষজন। প্রতিবাদের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। সিনেমাপ্রেমী সাধারণ দর্শক থেকে মিডিয়া সংশ্লিষ্ট মানুষরা সিনেপ্লেক্স বন্ধের প্রতিবাদ করেন।
স্টার সিনেপ্লেক্স ২০০৪ সালে পান্থপথের বসুন্ধরা সিটি থেকে যাত্রা শুরু করে। এছাড়া ঝিগাতলার সীমান্ত স্কয়ার ও মহাখালীর এসকে টাওয়ারে আরও দুটি শাখা আছে স্টার সিনেপ্লেক্স’র। মিরপুর সনি সিনেমা হলকে ঘিরে আরেকটি সিনেপ্লেক্স করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জেলায়ও স্টার সিনেপ্লেক্স’র বিভিন্ন শাখা খোলার দাবি সংশ্লিষ্টদের।