টলিউড সুপারস্টার কাপল রাজ-শুভশ্রীর পরিবারে এলো নতুন অতিথি। পুত্র সন্তান জন্ম দিলো শুভশ্রী, বাবা হলেন রাজ চক্রবর্তী। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মা এবং সন্তান দু’জনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন ডাক্তররা।
কয়েকদিন আগেই করোনায় আক্রান্ত হয়ে রাজ চক্রবর্তীর বাবা মারা গেলেন। করোনা যুদ্ধে প্রাণ গেলো বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তীর। পরিচালক রাজ জক্রবর্তী নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। অসুস্থতা কাটিয়ে উঠলেও এখনও শরীরের অন্যান্য রোগ সংক্রান্ত জটিলতায় ভুগছেন। বাবার শোক কাটিয়ে উঠতে না উঠতেই পুত্র সন্তানের পিতা হওয়ায় খুশির জোয়ার চক্রবর্তী পরিবারে।
পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী ২০১৮ সালে বিয়ের পিড়িতে বসেন। টলিউডের হার্টথ্রব দম্পতি রাজ-শুভশ্রীর ২ বছরের সুখের সংসার। শুভশ্রী মা হতে চলেছেন ভারতীয় মিডিয়াগুলোর বরাতে জানা গেলো করোনার আগেই।
করোনার আগে শুভশ্রী গাঙ্গুলী ‘হাবজি গাবজি’, ‘বিসমিল্লা’ এবং বাবা যাদবের একটি সিনেমার শুটিং করেছেন। রাজ চক্রবর্তী তার পরের সিনেমা নিয়ে পরিকল্পনা করছিলেন বলেও জানা গিয়েছিলো। তবে কবে কাজে ফিরবেন তারা এখন এ নিয়ে কিছু জানাচ্ছে না এই তারকা দম্পত্তি।