নিজস্ব প্রতিবেদক :
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অভিনেতা সাদেক বাচ্চু রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। শনিবার রাতে তিনি করোনা পজিটিভ হয়ে লাইফ সাপোর্টে রয়েছেন।
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী সাদেক বাচ্চুর শারীরিক অবস্থার অবনতির কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনা পজিটিভ সাদেক বাচ্চু লাইফ সাপোর্টে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা আরও সংকটাপন্ন রয়েছে। তাকে পুরোদমে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে। তার হৃদ্যন্ত্র কম কাজ করছে। আগে থেকেই তাঁর হৃদ্যন্ত্রের বাইপাস সার্জারি করা ছিলো। যে কারণে তার অবস্থা আরও বেশি জটিল হয়েছে।
সাদেক বাচ্চুর মেয়ে সাদিকা ফাইরুজ মেহজাবীন জানিয়েছেন, ৬ সেপ্টেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেতা সাদেক বাচ্চু। করোনার উপসর্গ নিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত শুক্রবার করোনা পরীক্ষায় সাদেক বাচ্চু কোভিড-১৯ পজিটিভ হয়েছেন।
পাঁচ দশকের ক্যারিয়ারে তিনি মঞ্চ, বেতার, টেলিভিশন ও সিনেমায় অভিনয় করেছেন। নব্বইয়ের দশকে পরিচালক এহতেশামের ‘চাঁদনী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান তিনি। তিনি রেডিও বা টেলিভিশনের আগে মঞ্চে অভিনয় শুরু করেন। মতিঝিল থিয়েটার নামের থিয়েটারের তিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি নাটক লেখেন ও নির্দেশনা দেন। গেল বইমেলার মুক্তমঞ্চে তিনি নাটক নিয়ে ওঠেন তাঁর দল নিয়ে।
মহিলা সমিতির মঞ্চে এক নাটকে সাদেক বাচ্চুর অভিনয় দেখে বিটিভির প্রযোজক আবদুল্লাহ ইউসুফ ইমাম তাকে ডেকে পাঠান। ১৯৭৪ সালে তিনি বিটিভি দিয়ে টিভি নাটকে অভিনয় শুরু করেন। তার অভিনীত প্রথম নাটক ‘প্রথম অঙ্গীকার’। তিনি প্রায় ১ হাজারের উপর নাটকে অভিনয় করেছেন। তার প্রথম অভিনীত সিনেমা শহীদুল আমিন পরিচালিত ‘রামের সুমতি’।
এছাড়া তিনি ‘জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার’, ‘জীবন নদীর তীরে’, ‘তোমার মাঝে আমি’, ‘ঢাকা টু বোম্বে’, ‘এক জবান’, ‘আমার স্বপ্ন আমার সংসার’, ‘মন বসে না পড়ার টেবিলে’, ‘বধূবরণ’, ‘আমার প্রাণের স্বামী’, ‘আনন্দ অশ্রু’, ‘প্রিয়জন’, ‘সুজন সখী’সহ অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন।