ওয়েব ফিল্মে প্রথমবারের মতো জুটি বেধে অভিনয় করলেন জনপ্রিয় চিত্রনায়ক জয় চৌধুরী ও চিত্রনায়িকা অরিন। ‘সাইকো লাভার’ নামের ওয়েব ফিল্ম নির্মাণ করেছেন সবুজ খান। দেশের একটি সত্যঘটনা অবলম্বনে ‘সাইকো লাভার’সিনেমাটি নির্মিত হয়েছে বলে জানিয়েছেন পরিচালক।
পরিচালক সবুজ খান জানিয়েছেন, ইতোমধ্যে ওয়েব ফিল্মের শুটিং শেষ হয়েছে, বর্তমানে ছবিটি সম্পাদনার টেবিলে আছে। এটি একটি ভিডিও স্ট্রিমিং সাইটে শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে বলে জানালেন তিনি। মুক্তির আগে ছবিটির টিজার ও ট্রেলার প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্মাতা সবুজ খান।
এ বিষয়ে চিত্রনায়ক জয় চৌধুরী কালচারাল ইয়ার্ডকে বলেন, ওটিটি প্ল্যাটফর্মের জন্য এটাই আমার প্রথম কাজ। ছোট ভাই আফফান মিতুলের রিকুয়েস্টেই কাজটা করছি। গল্পটা একটা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। ছবির কাহিনী ভালো লাগায় এ ছবিতে যুক্ত হয়েছি।
তিনি বলেন, এ সিনেমাতে দেখা যাবে বন্ধুত্বের মধ্যে কেউ সাইকো থাকলে তখন একটি দুর্ঘটনায় কতগুলো জীবন নষ্ট হয়। দেখা যাবে ছেলে মেয়ে আসলে কখনো বন্ধু হয় না। সেখানে কোন না কোন ভালোলাগা বা ভালোবাসার টান থাকেই।
স্বার্থ ছাড়া বন্ধুত্ব হয় না উল্লেখ করে জয় চৌধুরী বলেন, বর্তমান যুগের বন্ধুদের জন্য এই ছবিতে একটি সচেতনতামূলক ম্যাসেজ আছে। ছবিটি সবার ভালো লাগবে বলে মনে করেন এই চিত্রনায়ক।
ছবিটি নিয়ে চিত্রনায়িকা অরিন বলেন, ছবিটি সত্য ঘটনা অবলম্বনে করা হয়েছে। ছবিটিতে দারুণ একটি ম্যাসেজ আছে। আমরা ভালো একটি কাজ উপহার দিতে চেষ্টা করেছি এই ওয়েব ফিল্মে।
এই সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আফফান মিতুল অভিনয় করেছেন বলে জানা গেছে।