ঢালিউডের সর্বকালের চিরসবুজ চিত্রনায়ক সালমান শাহ’র ৪৯তম জন্মদিন গেলো ১৯ সেপ্টেম্বর। এ দিনে এফডিসিসহ কোথাও তেমন আয়োজন ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকারা শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন। টেলিভিশনে ছিলো সালমান শাহ অভিনীত সিনেমা। পরিচালক মালেক আফসারী ফেসবুক লাইভে এসে নিজের আবেগ ও অনুভূতি প্রকাশ করেছে। তবে এবার সালমান শাহের ভক্তরা এক ব্যাতিক্রম আয়োজন করেছে। ফেসবুকভিত্তিক টিম সালমান শাহ গ্রুপের পক্ষ থেকে পথশিশুদের নিয়ে কেক কাটা হয়েছে ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ধানমন্ডি লেকে এ আয়োজন করা হয়। তবে এই আয়োজনে সালমানের পরিবার ও বা চলচ্চিত্রের কেউ ছিলোনা। এতে তার ভক্তরা ছাড়া উপস্থিত ছিলো অর্ধ শতাধিক পথশিশু! তাদের নিয়ে সালমান শাহ’র জন্মদিনের কেক কাটেন টিম সালমান শাহ’র প্রধান মাসুদ রানা নকীব।
এ বিষয়ে মাসুদ রানা নকীব জানান, ‘আমাদের নায়ক নেই। তাকে ঘিরে এখন আর কোনও আনুষ্ঠানিকতাও নেই। তাই বলে আমরা তো হাত গুটিয়ে ঘরে বসে থাকতে পারি না। তাই প্রিয় নায়কের জন্মদিনটা উদযাপন করলাম পথশিশুদের নিয়ে।’
গত ২৪ বছর ধরেই সালমান শাহ’র মৃত্যু-রহস্য উদঘাটনের জন্য টিম সালমান শাহ দাবি জানিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গেল ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে ব্যানার-ফেস্টুন নিয়ে একাই জাতীয় প্রেসক্লাবের সামনে দাঁড়ান মাসুদ রানা নকীব। এদিন তিনি প্রিয় নায়ক ‘হত্যা’র পূর্ণ তদন্তের জন্য প্রধানমন্ত্রীর প্রতি দাবি জানান।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের নিজ বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত গলায় ফাঁস দেয়া অবস্থায় তার লাশ পাওয়া যায়। এটা আত্মহত্যা নাকি হত্যা এ নিয়ে এখনও বিষয়টি বিচারাধীন। এই মৃত্যু রহস্যের জট খুলছেইনা। তবে সর্বশেষ পিবিআয়ে রিপোর্টে সালমানের মৃত্যুকে আত্নহত্যা বলা হয়। তবে এর বিরুদ্ধে আদালতে নারাজি দিয়েছে তার পরিবার।
সালমান শাহ’র মৃত্যুর এত বছর পরেও তিনি সমান জনপ্রিয়। তরুণ-তরুণীদের কাছে তিনি এক আইডলের নাম। স্টাইলিস্ট তরুণেরা সালমান শাহকেই আদর্শ মানেন। তিনি স্টাইলিস্ট তরুণদের নতুন চিত্রনায়কদের অনুকরণীয় হয়ে বেঁচে থাকবেন আজীবন।