অভিনেত্রী ও নির্মাতা কবরী সারোয়ার ১৪ বছর পর তাঁর নতুন সিনেমা নির্মাণে নেমেছেন গত মার্চে। কিন্তু বাধা হলো করোনা। করোনায় লকডাউনের দীর্ঘ ধকল কাটিয়ে ‘এই তুমি সেই তুমি’সিনেমার শুটিং আবার শুরু করলেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে উত্তরার একটি শুটিং বাড়িতে তিনি সিনেমার কাজ শুরু করলেন। তাঁর সিনেমার নায়ক ও নায়িকা দুজনেই নতুন। তারা হলেন রিয়াদ রায়হান ও নিশাত নাওয়ার।
আগামী এক সপ্তাহ সিনেমার কাজ চলবে বলে জানা গেছে। এ সিনেমার চিত্রনায়িকা নাওয়ার বলেন, আগামী ২৯ তারিখ পর্যন্ত শুটিং করব। এবার শুটিং করা হচ্ছে নানা দিক পরিকল্পনা করে। এর আগে কয়েক সপ্তাহ টানা ম্যাডামের বাসায় অনুশীলন করেছিলেন সালওয়া ও রিয়াদ।
নাওয়ার বলেন, , শুটিংয়ের সময় বাঁচানো ও পারফেক্ট কাজ হওয়া ছিল এ অনুশীলনের উদ্দেশ্য। সেভাবেই কাজটি শুরু হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, প্রথমবার শুটিং বাতিল হওয়ায় বেশ ক্ষতি হয়েছিল, তাই এবার দ্রুত সময়ে কাজটি শেষ করার পরিকল্পনা রয়েছে।
এ ছবিতে শুধু কবরী নির্মাতা নন, তিনি অভিনয়ও করছেন। তার সঙ্গে জুটি বেধে আছেন সোহেল রানাও। অনুদানপ্রাপ্ত এই সিনেমাতে দুইটি সময়কে তুলে আনা হয়েছে। এ ছবিতে দেখা যাবে মুক্তিযুদ্ধের সময় ও এর সঙ্গে মিলিয়ে দেখা যাবে বর্তমান সময়।
মার্চের দ্বিতীয় সপ্তাহে চলচ্চিত্রটির কাজ শুরু হলেও করোনার কারণে বন্ধ হয়ে যায়। ১৯ মার্চ থেকে ঢাকার বাইরে শুটিং হওয়ার কথাও ছিল। ১৭ মার্চ লকডাউনের ঘোষণা এলে কাজটি বন্ধ হয়ে যায়। তবে লকডাউন শেষে আবারও শুরু হলো সিনেমার কাজ।