নিজস্ব প্রতিবেদক:
সিনেমার পর্দায় দুই প্রীতিলতা হয়ে আসছেন হালের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি।
কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে সরকারি অনুদানে প্রদীপ ঘোষ নির্মাণ করছেন সিনেমা। ব্রিটিশবিরোধী আন্দোলনে আত্মাহুতি দানকারী প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনিভিত্তিক সিনেমাটি ২০২৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। এ মহরতে ঘোষণা করা হয় সিনেমায় প্রীতিলতার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
এদিকে বেসরকারিভাবে প্রীতিলতাকে নিয়ে আরেকটি সিনেমা নির্মাণ করছেন নির্মাতা রশিদ পলাশ। ২০১৬ সালে এ ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন। সর্বশেষ বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রীতিলতা চরিত্রে চিত্রনায়িকা পরীমনিকে চুক্তিবদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা নিজেই।
কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে সরকারি অনুদানের ছবিটি প্রযোজনা ও পরিচালনা করছেন প্রদীপ ঘোষ।
চলচ্চিত্রটিতে তিশা ও মনোজের পাশাপাশি অভিনেতা মান্নান হীরা, মৃন্ময়ী রূপকথা, কামরুজ্জামান তাপু, ইন্দ্রাণী ঘটক, অমিত রঞ্জন দে, সুচয় আমিন, পাশা মোস্তফা কামাল, মিজান রহমান, আহমেদ আলী, নাজমুল বাবু, সুধাংশু তালুকদার, আরিফুল ইসলাম হাবিব, পংকজ মজুমদার, তামিমা তিথিসহ আরও অনেকে অভিনয় করবেন বলে জানা যায়।
এছাড়াও ছবিটিতে রূপসজ্জায় শিল্পী মোহাম্মদ আলী বাবুল ও পোশাক পরিকল্পনায় আছেন শিল্পী কনক আদিত্য। ছবিটিতে সঙ্গীত পরিচালনা করছেন শিল্পী বাপ্পা মজুমদার। সিনেমাটিতে বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাস চরিত্রে অভিনয় করবেন মনোজ প্রামাণিক।
এদিকে রাশিদ পলাশ নির্মিত সিনেমাটি প্রযোজনা করছে ইউ ফোর সি লিমিটেড। প্রীতিলতা চরিত্রে পরী ও মাস্টার দা সূর্যসেন চরিত্রে আহমেদ রুবেল অভিনয় করবেন বলে জানান নির্মাতা।
আগামী ১ নভেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হবে বলে জানা যায়। সিনেমাটির প্রথম লটের কাজ হবে পুরান ঢাকায় ও দ্বিতীয় লটে কাজ হবে চট্টগ্রামে। প্রীতিলতা ট্রাস্ট ছবিটির সঙ্গে যুক্ত আছে।
জানা যায়, চলচ্চিত্রটির পাণ্ডুলিপি উপদেষ্টা হিসেবে থাকবেন বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও কস্টিউম ডিজাইনিংয়ে থাকবেন বিবি রাসেল।