বাংলার বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্ত ও বাংলা ভাষার জনক ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অপরিসীম বন্ধুত্বের খবর সবারই জানা। বিদেশে যখন অমিত্রাক্ষর ছন্দের জনক মাইকেল অর্থকষ্টে ভুগছেন, তখন দেশে বসে বন্ধু ইশ্বরচন্দ্র সবার থেকে চেয়ে চিন্তে টাকা পাঠাতেন বন্ধু মাইকেলকে। ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশোতম জন্মদিনে এই প্রজন্মের সামনে গানে গানে এই বন্ধুত্বের খবর দিচ্ছেন হালের জনপ্রিয় দুই শিল্পী। তারা দুজনও যে খুব ভালো বন্ধু শিল্পী। ‘মাইকেল-বিদ্যাসাগর সংবাদ’ শিরোনামের গানটির ভাবনা অনির্বাণ ভট্টাচার্য’র। আর গান লিখেছেন ও সুর করেছেন অনুপম রায়।
বিদ্যাসাগরের ভূমিকায় গাইছেন অনির্বাণ ও কবি মধুসূদনের ভূমিকায় অনুপম। প্রথমবারের মতো দুই বন্ধু অনুপম ও অনির্বাণ গাইছেন একসঙ্গে।
এর আগে সৃজিত মুখোপাধ্যায়ের ‘শাহজাহান রিজেন্সি’ সিনেমায় ‘কিচ্ছু চাইনি আমি’-তে গান গেয়েছেন অনির্বাণ। আর মঞ্চাভিনেতা হওয়ার সুবাদে নাটকেও গান গেয়েছিলেন তিনি।
মাইকেল-বিদ্যাসাগর সংবাদ-নিয়ে অনুপমের ভাষ্য, এই গান গাইতে গিয়ে আবার নতুন করে বন্ধুত্ব গাঢ় হলো অনুপমের সঙ্গে। তিনি বলেন, অনির্বাণের ভাবনা ভীষণই অন্য ধারার। গানের ভাবনা শোনার পরেই রাজি হয়ে যান তিনি।
অনির্বাণ জানান, মাইকেল মধুসূদন দত্ত তিনটি চিঠি লিখেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। সবাই যখন মধুসূদনের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল,বিদ্যাসাগর পারেননি। তিনি ঝুঁকি নিয়ে মধুসূদনকে দিনের পর দিন অর্থ সাহায্য করেছেন। দাঁড়িয়েছেন বন্ধুর পাশে। পরে কবি অবশ্য নিজের বাড়ি বিক্রি করে সেই ঋণ শোধ করেছিলেন।
এই বন্ধুত্ব আজকের দিনে বিরল। তাই এই গান গাওয়া।–বললেন অনির্বাণ।