প্রথমবারের মতো ওটিটি প্লাটফর্মে নবাব হয়ে শাকিব খান
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক:
ঢালিউড কিং শাকিব খানের সিনেমা মানেই হচ্ছে হলভর্তি দর্শক। বড় পর্দা কাঁপানো সুপারস্টার চিত্রনায়ক শাকিব খান প্রথমবারের মতো ওটিটি প্লাটফর্মে আসছেন। আগামী ২৩ অক্টোবর ওয়েবে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা ‘নবাব এলএল.বি’। করোনাকালের বাস্তবতায় শাকিব খান সময়ের সঙ্গে নিজেকে সমানতালে এগিয়ে রাখতেই ওটিটি প্লাটফর্মের জন্য নির্মিত সিনেমায় অভিনয় করেছেন এমনটাই জানিয়েছেন ছবিটির পরিচালক অনন্য মামুন।
অনন্য মামুনের প্রযোজনা ও পরিচালনায় ‘আই থিয়েটার’ নামের একটি ভিডিও স্ট্রিমিংয়ে মুক্তি পাবে ছবি ‘নবাব এলএল.বি’। ইতিমধ্যে ছবির শুটিং প্রায় শেষ। চলছে সম্পাদনা।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় অন্তর্জালে প্রকাশ করা হয়েছে ছবিটির প্রথম পোস্টার। পোস্টারে বাইকে বসা শাকিব খানকে নবাবের আদলে তুলে ধরা হয়েছে। এর আগে শুটিংয়ের কিছু স্থিরচিত্র মুগ্ধ করেছে শাকিব ভক্তদের। এছাড়া ছবিটি এবার প্রেক্ষাগৃহে নয়, মুক্তি পাচ্ছে ওয়েব পেজে। যা শাকিব খানের ক্যারিয়ার তথা মূলধারার ঢাকার সিনেমার ইতিহাসে প্রথম।
সিনেমার কাজ প্রায় সম্পূর্ণ জানিয়ে নির্মাতা অনন্য মামুন জানিয়েছেন, শুধু একটি গান আর একটি ফাইট দৃশ্যের শুটিং বাকি আছে। এ জন্য সামনের সপ্তাহে পুরো টিম মালদ্বীপ যাচ্ছে। এরমধ্যে সম্পাদনা ও আবহসংগীতের কাজও এগুচ্ছে। যথাসময়ে কাজ শেষ করে মুক্তি দেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পরিচালক।
সেলিব্রেটি প্রোডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমা ‘নবাব এলএল.বি’। এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া। ছবিটিতে অন্যথম আকর্ষণ হয়ে আছে অভিনেতা শহীদুজ্জামান সেলিম। এছাড়া ‘নবাব এলএল.বি’সিনেমায় আরও অভিনয় করেছেন রাশেদ অপু, শাহেদ আলী, এল আর খান সীমান্ত, আনোয়ারসহ আরও অনেকে।