জন্মদিনে মায়ের চাওয়া পূরণে আর্শিবাদ চেয়েছেন অপু বিশ্বাস
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক :
ঢালিউড কুইন খ্যাত জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের আজ জন্মদিন। এবারের জন্মদিন তার জন্য একটু আলাদা। কারণ, সম্প্রতি তিনি তার মা শেফালী বিশ্বাসকে হারান। মা ছাড়া প্রথম জন্মদিনে এক আবেগঘন স্ট্যাট্যাস লিখেন এই অভিনেত্রী। সেই স্টাট্যাসে অপু বিশ্বাস ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে তার মায়ের স্বপ্ন পূরণে আর্শিবাদ চেয়েছে।
স্টাট্যাসে অপু বিশ্বাস লিখেন, ‘আজ আমার জন্মদিন। সবাই বলে জন্মদিনে কি উপহার দেওয়া যায়? কিন্তু আমার সারা জীবনের সেরা প্রাপ্তি আমার মা। তুমি যদি আর একটি বার আমার মুখে পায়েস তুলে খাওয়াতে, তাহলে আমার অনেক বড় গিফট পাওয়া হত। এই প্রথম তোমার হাতের পায়েস ছাড়া আমার জন্মদিন পার হচ্ছে , ভাবতেও পারিনি । তুমি যেখানে থাকো, অনেক ভালো থেকো মা।’
অপু বিশ্বাসের মা শেফালী বিশ্বাস নাতী আব্রাহাম খান জয়কে ডাক্তার বানাতে চেয়েছিলেন। সেই প্রসঙ্গে অপু লিখেন, ‘আমার এই দিনে তুমি আশীর্বাদ করো, তোমার চাওয়া; ‘জয়কে ডাক্তার বানানো’ আমি যেন পূরণ করতে পারি।’