দুই বাংলার জনপ্রিয় অভিনয়শিল্পী জয়া আহসান দেশে বিদেশে প্রশংসিত তারকা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এ অভিনেত্রীর অভিনীত ভারতীয় বাংলা সিনেমা এবার বিশ্বখ্যাত হাওয়াই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪০তম আসরে নির্বাচিত হয়েছে। অতনু ঘোষ পরিচালিত ‘বিনি সুতোয়’নামের সিনেমাটি এ উৎসবের একমাত্র ভারতীয় ছবি হিসেবে অফিসিয়ালি চূড়ান্ত হয়েছে।
এ উৎসবে নিজের অভিনীত সিনেমা প্রদর্শনী ব্যাপারে উচ্ছসিত জয়া বলেন, এই চলচ্চিত্রটি আন্তর্জাতিক একটি উৎসবে দেখাচ্ছে এটা ‘বিনি সুতোয়’র একজন হিসেবে খবরটি অবশ্যই গর্বের। কাজের প্রতি উৎসাহ বাড়িয়ে দেয় এমন সংবাদ।
তিনি বলেন, সবার প্রচেষ্টাতেই একটি সিনেমা হয়। এমন একটি চরিত্রে আমাকে নির্বাচন করার জন্য আমি সিনেমার পরিচালক ও টিমের প্রতি কৃতজ্ঞ।
আগামী ৫ নভেম্বর থেকে হাওয়াই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে। উৎসবটি চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। ‘বিনি সুতোয়’চলচ্চিত্রটি এ উৎসবের ‘স্পটলাইট অন ইন্ডিয়া’ বিভাগের জন্য মনোনীত হয়েছে বলে জানা যায়।
পশ্চিমবঙ্গের গুনী নির্মাতা অতনু ঘোষ ছবিটি পরিচালনা করেছেন। ‘বিনি সুতোয়’ ছবিতে জয়ার বিপরীতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী।
টেলিভিশনের এক রিয়েলিটি গেম শোর মধ্য দিয়ে শুরু হয় ‘বিনিসুতোয়’সিনেমার গল্প। কাজল সরকার আর শ্রাবণী বড়ুয়া অডিশন দিতে আসে সেখানে। অডিশন দিয়ে ফেরার পথে ঘটনাচক্রে দুজনের আলাপ হয়। তাদের মধ্যে যোগসূত্র তৈরি হয়। কিন্তু শেষ পর্যন্ত কী তারা দুজন দুজনকে ঠিকভাবে চিনতে পেরেছে?-এমন একটি কনসেপ্টে নির্মিত ‘বিনিসুতোয়’।
ছবিটিতে ‘শ্রাবণী’র ভূমিকায় অভিনয় করেছেন জয়া আহসান। আর কাজলের ভূমিকায় ঋত্বিক চক্রবর্তী।