সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা উন্নতির দিকে, তবে শঙ্কামুক্ত নন
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক:
করোনাক্রান্ত হয়ে বাংলার বর্ষিয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় সপ্তাহখানেক ধরে আইসিউতে রয়েছেন। ভেন্টিলেশনেও ছিলেন তিনি। মৃত্যুর গুজবও উঠেছিলো তার। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা উন্নতির দিকে, তিনি সাড়া দিচ্ছেন।
বেলভিউ হাসপাতালের চিকিৎসকরা বলছে, সৌমিত্রের শরীরে দুইবার প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে। যাতে তিনি ভালোবোধ করেছেন। ধীরে ধীরে শারীরিক পরিস্থিতি উন্নতির দিকে। প্রয়োজনে আবারও প্লাজমা দেওয়া হতে পারে।
চিকিৎসকরা জানাচ্ছেন যে, সৌমিত্রের অঙ্গ-প্রত্যঙ্গ সচল রয়েছে। তাঁর শরীরে সোডিয়াম-পটাশিয়ামের তারতম্য ছিল, তবে সোডিয়ামের মাত্রা বৃদ্ধি এখনও উদ্বেগ সৃষ্টি করেছে।
চিকিৎসকরা জানিয়েছেন, ইনভেসিভ ভেন্টিলেশনে রাখার কথা চিন্তাভাবনা করা হচ্ছে না। তবে তিনি এথনও শঙ্কামুক্ত নন, তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন। সৌমিত্রের প্রস্টেটের পুরনো কর্কটরোগ ফিরে এসেছে। ফুসফুস এবং মস্তিষ্কে যা ছড়িয়ে পড়েছে। মূত্রথলিতে সংক্রমণ ঘটেছে ।
মেডিক্যাল টিম সর্বক্ষণই তাঁর চিকিৎসায় রয়েছেন বলে জানায় চিকিৎসকরা। তবে করোনার কারণে মস্তিষ্কে ‘এনসেফালোপ্যাথি’ দেখা দিচ্ছে যা ভাবাচ্ছে চিকিৎসকদের।
অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় গত ৭ অক্টোবর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি হন কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি হন। এর আগে থেকে তিনি ফুসফুসে সংক্রমনের কারণে বেশকয়েকবার হাসপাতালে ভির্তি হয়েছিলেন।
অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের সুস্থতায় দুই বাংলার জনপ্রিয় শিল্পীরা সবার দোয়া চেয়েছেন।