অর্ধেক আসন ফাঁকা রেখে ১৬ অক্টোবর খুলছে সিনেমা হল : স্টার সিনেপ্লেক্স খুলছে ২৩ অক্টোবর
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক:
তথ্য মন্ত্রণালয়ের অনুমতিক্রমে শুক্রবার (১৬ অক্টোবর) থেকে খুলছে দেশের সিনেমা হলগুলো। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মন্ত্রনালয়ের জারি করা একটি পরিপত্রে এ কথা জানানো হয়। এদিকে ২৩ অক্টোবর থেকে স্টার সিনেপ্লেক্স খুলছে বলে জানিয়েছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দীন আহম্মদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
পরিপত্রে আরও জারি করা হয়েছে, করোনাভাইরাস পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি পালন ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে আসন সংখ্যার কমপক্ষে অর্ধেক খালি রাখা সাপেক্ষে সিনেমা হল খোলা হচ্ছে।
এর আগে চলচ্চিত্রের বিভিন্ন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৈঠকে ১৬ অক্টোবর থেকে সিনেমা হল খোলার বিষয়ে সিদ্ধান্ত হয়।
জানা গেছে, এর এক সপ্তাহ পর ২৩ অক্টোবর থেকে স্টার সিনেপ্লেক্স খুলছে। প্রয়োজনীয় সব স্বাস্থ্যবিধি মেনেই সিনেপ্লেক্স চালু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ জানান, ‘দীর্ঘদিন প্রেক্ষাগৃহ বন্ধ থাকার কারণে আমাদের কর্মীরা অনেকে ঢাকার বাইরে আছেন।সিনেমা হল খোলার বিষয়ে সরকারে অনুমতির খবর পেয়ে তারা ঢাকায় ফিরছেন
তাদের করোনা টেস্ট করা এবং প্রয়োজন সাপেক্ষে কোয়ারেন্টাইনে রাখাসহ স্বাস্থ্য সুরক্ষার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।তাই একটু সময় লাগছে।’
প্রায় ছয় মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর খুলছে প্রেক্ষাগৃহ। কিন্তু তেমন কোন সিনেমা এখনই মুক্তি পাচ্ছেনা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে সেলিব্রেটি বনে যাওয়া হিরো আলম প্রযোজিত ও অভিনীত ‘সাহসী হিরো আলম’ ছবিটি মুক্তি পাচ্ছে বলে জানা গেছে। এ নিয়ে নেটিজেনদের উস্মা লক্ষ্যনীয়। সিনেমা হল খুললেও সিনেমার আকাশে হতাশাই দেখছেন তারা। তবে হল খুলেছে এতেই খুশি অনেকে।
করোনা ভাইরাস প্রাদুর্ভাব’র কারণে গত ১৯ মার্চ থেকে বন্ধ ছিলো সিনেপ্লেক্স।একই সময়ে দেশের সব সিনেমা হল বন্ধ ঘোষণা করে সরকার।