খুলেছে পশ্চিমবঙ্গের সিনেমা হলগুলো : কাপলদের নিয়ে সঙ্কট
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক:
অর্ধেক আসন খালি রেখে ফাঁকা ফাঁকা করে সিটে বসে সিনেমা দেখা শুরু করেছেন পশ্চিমবঙ্গের দর্শক। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে খুলেছে কলকাতা ও বাংলার হলগুলো। তবে সেখানে কাপলদের জন্য তৈরি হয়েছে সংকট। কাপলেরা ফাঁকা না রেখে পাশাপাশি সিটে বসতে চান। তবে কর্তৃপক্ষ বলছে স্বাস্থ্যবিধি মেনে ছবি দেখতে হলে শর্তসাপেক্ষে তাদের এই দূরত্ব বজায় রেখেই দেখতে হবে। এ নিয়ে দর্শক সংখ্যা আরও কমে যেতে পারে এমন আশঙ্কাও দেখছেন তারা।
তবে আনলক-৫ পর্বে কেন্দ্রীয় সরকারের সিনেমা হল খোলার নির্দিষ্ট দিনেও কলকাতার শতকরা ৮০ ভাগ সিনেমা হল বন্ধ আছে। খুলেছে হাতে গোনা কিছু সিঙ্গল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স। তবে শুক্রবার আরও কিছু হল খোলার কথা রয়েছে। কিছু হল আবার অপেক্ষা করছে পূজার। পুজোর ঠিক আগে আগে তারা প্রেক্ষাগৃহের তালা খুলবে।
সব হল খোলার ব্যাপারে সিদ্ধান্তহীনতার কারণ জানিয়েছেন ইম্পার কোষাধ্যক্ষ শান্তনু রায় চৌধুরী। তিনি বলেন, নতুন চলচ্চিত্রের অভাব রয়েছে, এই দুর্দিনে সুশান্ত সিংহ রাজপুতের ছবি এবং লকডাউনের আগে মুক্তিপ্রাপ্ত কিছু বাংলা-হিন্দি ছবি চালানোর চিন্তা থেকে কিছু হল খুলছে।
এদিকে ডিজিটাল প্রযুক্তি সংস্থা ইউএফও’র রাজকমল চৌরাসিয়া বলছেন, ‘‘লকডাউন-পরবর্তী পর্যায়ে সিনেমার এই সঙ্কটে নতুন মুক্তিপ্রাপ্ত ছবি আপলোডের নির্ধারিত মূল্যে আমরা ৫০ শতাংশ ছাড় দেব। আর পুরনো ছবির ক্ষেত্রে শুধু নিয়ে আসার খরচটুকু দিতে হবে।’’
২১ অক্টোবরের আগে বড়সড় নতুন ছবি মুক্তির সম্ভাবনা কম বলেও জানিয়েছেন রাজকমল চৌরাসিয়া। তিনি জানান, পুজায় কিছু বাংলা চলচ্চিত্র মুক্তি পেলেও নতুন হিন্দি ছবি মুক্তির কোন সম্ভবাবনা নেই।