গত ১৬ অক্টোবর শুক্রবার থেকে খুলেছে দেশের বেশকিছু সিনেমা হল। তবে এ সপ্তাহে বেশিরভাগ হল খুলছেনা। আগামী সপ্তাহ থেকে হলগুলো খোলা শুরু হবে বলে জানা গেছে। আগামী সপ্তাহ ২৩ অক্টোবর শুক্রবার খুলছে স্টার সিনেপ্লেক্স। প্রয়োজনীয় সব স্বাস্থ্যবিধি মেনে সিনেপ্লেক্স চালু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে খবর পাওয়া গেছে শুক্রবার থেকে মাসুদ হাসান উজ্জ্বল নির্মিত ‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমাটি সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে। এই ছবির মধ্য দিয়েই খুলছে সিনেপ্লেক্স।
স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, ‘দীর্ঘদিন প্রেক্ষাগৃহ বন্ধ থাকার কারণে আমাদের কর্মীরা অনেকে ঢাকার বাইরে আছেন। সিনেমা হল খোলার বিষয়ে সরকারে অনুমতির খবর পেয়ে তারা ঢাকায় ফিরছেন। তাদের করোনা টেস্ট করা এবং প্রয়োজন সাপেক্ষে কোয়ারেন্টাইনে রাখাসহ স্বাস্থ্য সুরক্ষার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তাই একটু সময় লাগছে।’
এদিকে ‘ঊনপঞ্চাশ বাতাস’ ২৩ অক্টোবর সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছবি মুক্তির বিষয়টি জানিয়ে লেখেন, ‘একটা সুস্থ্য স্বাভাবিক পৃথিবীর প্রত্যাশায় আমরা গত ১৩’ মার্চ ঊনপঞ্চাশ বাতাস’র মুক্তি স্থগিত করেছিলাম। এর মাঝে চলে গিয়েছে ঘরবন্দী দীর্ঘ ৭ টি মাস! তিনি বলেন, এখন আমাদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখাটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেই কথা বিবেচনা করে আগামী ২৩ অক্টোবর ২০২০ সালে স্টার সিনেপ্লেক্স এর সবগুলো শাখাতে মুক্তি পেতে চলেছে আপনাদের দীর্ঘ প্রতিক্ষা এবং ভালবাসার চলচ্চিত্র “ঊনপঞ্চাশ বাতাস”।
মাসুদ হাসান উজ্জ্বল নির্মিত সিনেমাটি ১৩ মার্চ মুক্তির কথা ছিলো। তবে করোনা ইস্যুতে পিছিয়ে যায় ছবিটির মুক্তি।
রেড অক্টোবরের ব্যানারে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছেন আসিফ হানিফ। চলচ্চিত্রটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন শার্লিন ফারজানা ও ইমতিয়াজ বর্ষণ। সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। এছাড়া ছবির ফটোগ্রাফি, শিল্প নির্দেশনায়, সঙ্গীত পরিচালনায়, গান রচনায়, পোস্টার ডিজাইনও করেছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল।
নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল একাধারে একজন নাট্যকার, শিল্পনির্দেশক, গীতিকবি, সুরকার, সঙ্গীত পরিচালক ও গায়ক। তিনি বেশ কিছু নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন।