মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘আয়না’ সিনেমার শুটিং শুরু হয়েছে রবিবার (১৮ অক্টোবর)। এ সিনেমায় দ্বিতীয়বারের মত জুঁটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়ক জয় চৌধুরী ও চিত্রনায়িকা আঁচল। এ সিনেমার নাম ভূমিকায় আছেন আঁচল।
জয়-আঁচল জুঁটি এর আগে ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘আজব প্রেম’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।
সাভারে স্বাস্থ্যবিধি মেনে নতুন সিনেমা ‘আয়না’র শুটিং শুরু হয়েছে। সিনেমাটির শুটিং ৩০ অক্টোবর পর্যন্ত চলবে বলে পরিচালক জানিয়েছেন।
চলচ্চিত্রের গল্প নিয়ে মনতাজুর রহমান আকবর বলেন, ‘অর্থাভাবে মানুষের বাড়িতে কাজ করে আয়না। এক সময় সে জমিদারের কু-নজরে পড়ে। এ নিয়ে তৈরি হয় জটিলতা। এ নিয়ে ছবির গল্পে এগোয়।’
ছবিটির কনটেন্ট দর্শকরা পছন্দ করবে বলে মনে করেন পরিচালক মনতাজুর রহমান আকবর।
ছবিটি নিয়ে নায়িকা আঁচল বলেন, ‘নাম ভূমিকায় এবারই প্রথম অভিনয় করছি। এর গল্প আমাকে ছবিটি করতে আগ্রহী করে তুলেছে। ছবির গল্প গ্রামীণ পটভূমিতে নির্মিত।’