নিজস্ব প্রতিবেদক:
জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনয়শিল্পী তাহসানের ৪২তম জন্মদিন আজ। তিনি একাধারে একজন গীতিকার, সুরকার, গিটারবাদক, কি-বোর্ডবাদক, মডেল, উপস্থাপক, অভিনেতা ও শিক্ষক। জন্মদিনের আগের রাতে জানিয়েছেন সদ্য করোনাক্রান্ত এই শিল্পী করোনামুক্ত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের এ সুখবর দিলেন তিনি।
করোনামুক্ত তাহসান ভক্তদের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন। ফেসবুকে তিনি লিখেছেন, ‘একটু প্রশান্তির হাসি আর কৃতজ্ঞতা প্রকাশ। কোভিড টেস্ট নেগেটিভ এসেছে, এজন্য প্রশান্তির হাসি।’ এর আগে গত ৯ অক্টোবর তাহসান করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন।
১৯৭৯ সালের ১৮ অক্টোবর জন্মগ্রহণ করেন তাহসান রহমান খান। পৈর্তৃক বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুরে। ছায়ানট থেকে ছয় বছর রবীন্দ্রসংগীত শিখেছেন তিনি। ১৯৯৮ সালে বন্ধুদের সঙ্গে গড়ে তুলেন ‘ব্ল্যাক’ ব্যান্ডদলে। পরে এই জনপ্রিয় ব্যান্ডদল থেকে বের হয়ে তাহসান নিজস্ব অ্যালবাম প্রকাশ করেন। ২০১২ সালে ব্যান্ডদল ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ গঠন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করেছেন। ইউনিলিভারে চাকরি করেছেন এক বছর। ইস্টার্ন ইউনিভার্সিটিতে প্রভাষক পদে কর্মরত ছিলেন। ইউল্যাব এ শিক্ষকতা করছেন তিনি। ছিলেন যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর রিসার্চ ইন মার্কেটিং এর গবেষণা সহকারি।
অসংখ্য জনপ্রিয় গান লিখেছেন, সুর করেছেন, গেয়েছেন তাহসান খান। তাঁর জনপ্রিয় একক অ্যালবামগুলোর মধ্যে আছে কথোপকথন, কৃত্যদাসের নির্বাণ, ইচ্ছে, প্রত্যাবর্তন, অভিমান আমারসহ অসংখ্য।
মডেলের দুনিয়ায় পা রেখেছেন। মডেল থেকে হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা। অসংখ্য রোমান্টিক নাটকে অভিনয় করেছেন। তাঁর রোমান্টিক ধাঁচের নাটকের মধ্যে নীল পরী নীলাঞ্জনা, ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম, কথাবন্ধু মিথিলা ব্যাপক জনপ্রিয়।
তাহসান সম্পর্কিত আরও খবর :
⇒ ঢাকাই ছবিতে তাহসান খান ও শ্রাবন্তীর অভিষেক
⇒ ফারুকী-নওয়াজউদ্দিনের সাথে তাহসান
এছাড়া তাঁর জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে আমাদের গল্প, মনফড়িং এর গল্প, মনের মত মন, এলিয়েন ও রুম্পার গল্প, অন্য রকম পরীর গল্প, স্পর্শের বাইরে তুমি, অপেক্ষা, সম্পর্কের গল্প, ওল্ড ইজ গোল্ড, চিনিগুঁড়া প্রেম, অনামিকাসহ অসংখ্য।
তাহসান মোস্তফা কামাল রাজ পরিচালিত সিনেমা ‘যদি একদিন’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন। তিনি দেশের খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নতুন সিনেমা ‘নো ল্যান্ডস ম্যান’-এ অভিনয় করছেন।