জনপ্রিয় টিভি তারকা জাহিদ হাসানের সঙ্গে জুটি বেধে একটি বিশেষ নাটকে অভিনয় করছেন ঢালিউড চিত্রনায়িকা শিরিন শিলা। ইতোমধ্যে বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেত্রী। করোনার দীর্ঘ বিরতির পর এবার ছোটপর্দায় হাজির হচ্ছেন তিনি।
‘চান মিয়ার আংটি বদল’-নামের বিশেষ এ নাটকটি পরিচালনা করেছেন শেখ সেলিম। জাহিদ হাসান নাটকটির নাম ভূমিকায় অভিনয় করেছেন। তাঁর সঙ্গে জুটি করেছেন শিরিন শিলা।
সোমবার (১৯ অক্টোবর) গাজীপুর জেলার পূবাইলের বিভিন্ন মনোরম লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে।
নাটকে অভিনয় প্রসঙ্গে শিরিন শিলা কালচারাল ইয়ার্ডকে বলেন, বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করলেও জাহিদ হাসান ভাইয়ের সঙ্গে এটাই আমার প্রথম অভিনয়। মূলত জাহিদ হাসান ভাইয়ের জন্যই এই নাটকটি করছি। নাটকের কাহিনী খুবই মজার। এটি কমেডি ও রোমান্টিক ধাঁচের একটি নাটক। এতে আমার চরিত্রটাও একটা আনকমন, জোস। যার কারণে নাটকটি করে ভাল লাগছে। আর নাটকটির বাজেটও খুব ভালো ছিলো। বিগ বাজেট প্রডাকশন ছিলো এটা।