কলকাতার দুর্গাপূজা মানেই হচ্ছে অন্যরকম আমেজ। বিশেষ করে টলিউডের তারকারা এ সময়ে এক আমেজপূর্ণ পূজা পালন করেন। কেউ দেশে, কেউ বিদেশে পূজা উদযাপনে মেতে উঠেন। তবে এবারের পূজা এক ভিন্ন সময়ে ভিন্ন আবহে হাজির হয়েছে। করোনাকালীন নানা বিধি নিষেধের বেড়াজালে আবদ্ধ দুর্গাপূজা। শারদীয়া দুর্গোৎসবের এ সময়ে টলিউড তারকাদের অন্য ধরণের দুর্গাপূজার মুখোমুখি হতে হয়েছে। কাটছে সাদামাটাভাবেই।
ষষ্ঠী পূজায় লন্ডন থেকে শুটিং সেরে কলকাতায় ফিরলেন টলিউড স্টার জিৎ। তিনি অন্যান্য বছর পূজায় পাড়ি দিতেন ইউরোপ, আমেরিকা বা সিঙ্গাপুরে। কালীঘাটের বাড়িতে থাকলে ধুনুচি নাচ ও ঢাক বাজানোয় সময় কাটাতেন। তবে এবার ভিন্ন এক পূজা কাটাবেন তিনি। করোনাকালীন এ পূজায় তিনি পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন।
টলিউডের তারকা অভিনেত্রী কোয়েল মল্লিক পরিবারকে সঙ্গে নিয়ে অনাআড়ম্বর পূজা উদযাপন করছেন। তিনি বলেন, অন্য বারের মতো পুজো উদ্যাপনের কথা করোনার এই অবস্থায় ভা্বা যাচ্ছেনা।
তারকা অভিনেত্রী নুসরাত জাহান ব্যস্ত আছেন তাঁর অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবি নিয়ে। অষ্টমীর অঞ্জলি এবং সিঁদুরখেলা মিস করবেন বলে জানান। তবে তিনি সামাজিক দূরত্ব মেনে শ্বশুরবাড়িও যাবেন।
নিজের অভিনীত চরিত্রগুলির প্রিন্টে একটি শাড়িও বানিয়েছেন বলে জানিয়েছেন নুসরত জাহান।
বাঘাযতীনের এক ক্লাবের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন প্রিয়াঙ্কা সরকার। গত তিন বছর ধরে ক্লাবের সঙ্গে যুক্ত থেকে পূজার নানা ইভেন্টে যুবে থাকতেন। এবারও তিনি ক্লাবের সঙ্গে যুক্ত থাকলেও এবার কোন ইভেন্ট নেই। পরিবারের সঙ্গে ছুটির মুডে সময় কাটাচ্ছেন। এ নিয়ে তিনি বলেন, পুজো ওপেনিং ইভেন্ট থেকে সপ্তমী পর্যন্ত দম ফেলার সময় পেতাম না। তবে এবার একেবারে ছুটির মুডে রয়েছি। সময় কাটানোর নানা উপায় বের করেছি।’
তারকা অভিনেত্রী সোহিনী সরকার জানাচ্ছেন, পুজায় সারা দিন প্যান্ডেল হপিং, স্ট্রিট ফুড খেয়ে সময় পার করতেন। এবার তা হচ্ছেনা। তবে সাত মাস পর ষষ্ঠীর দিন অ্যাকাডেমিতে ‘মহাভারত’ নাটক মঞ্চস্থ হচ্ছে। এই নাটকে তিনি কাটাবেন পূজার আনন্দ।