ঢালিউডের মিষ্টিমুখের নায়িকা পরীমনির জন্মদিন আজ। ২৮ বসন্ত পাড়ি দিয়েছেন এই নায়িকা। প্রতিবার জমকালো আয়োজনে নিজের জন্মদিন পালন করেন এই নায়িকা। যে জন্মদিনের আয়োজনে উপস্থিত থাকেন শো-বিজ অঙ্গনের সহকর্মী ছাড়াও মিডিয়ার অসংখ্য মানুষ। এবার করোনায় সেভাবে জমকালো আয়োজন করছেন না এই নায়িকা। তবে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ছোট্ট আয়োজন রয়েছে বলে জানিয়েছেন তিনি।
পরীমনি ১৯৯২ সালের ২৪ অক্টোবর সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন। পুরো নাম শামসুন্নাহার স্মৃতি। তিনি মডেলিংয়ের মাধ্যমে মিডিয়ায় পা রাখেন। ছোট পর্দায় অভিনয় করেছেন। এরপর ঢাকাই সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান পাকা করেন। পরীমনি ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও বন্ধু-বান্ধব ও শোবিজের সহকর্মীদের সঙ্গে নিয়ে জন্মদিন পালন করেন।
গেলো বছরে জন্মদিনে আমন্ত্রিত অতিথিদের ড্রেস কোড নির্ধারণ করেন ছেলেদের সাদা এবং মেয়েদের পার্পল (লাল ও নীলের সংমিশ্রণে সৃষ্ট রক্তবর্ণ)। এবারে প্রকৃতি সঙ্গে মিলিয়ে সবুজ বর্ণের পোশাকে রাঙাবে পরীর জন্মদিন। তবে বরাবরের মতো বড় আয়োজন থাকছে না এবার।
এদিকে জন্মদিনের প্রথম প্রহরে পরীমনি নিজের বাসায় বেশ কয়েকটা কেক কাটেন বলে জানান। সন্ধায় একটি হোটেলে ছোট্ট আয়োজন করবেন বলে পরীমনি জানিয়েছেন।
পরীমনি ঢালিউডের বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে ‘মহুয়া সুন্দরী’ অন্যতম। এছাড়া তিনি গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন। বর্তমানে পরীমনি অভিনীত ‘বিশ্বসুন্দরী’ মুক্তির অপেক্ষায় আছে।
এদিকে পরীমনি রাশিদ পলাশ নির্মিত ‘প্রীতিলতা’ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। তিনি প্রীতিলতা চরিত্রে অভিনয় করবেন। আগামী ১ নভেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।