নিজস্ব প্রতিবেদক :
‘ম্যাজিক মামনি’-খ্যাত চিত্রনায়িকা মাহিয়া মাহি পা দিলেন ২৮ বছরে। আজ ঢালিউডের এই শীর্ষ নায়িকার জন্মদিন। এ দিনে পরিবার ও বন্ধু-বান্ধবদের নিয়ে কাটাচ্ছেন তিনি। জন্মদিনের প্রথম প্রহরে কেক কেটে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে মাহি লিখেছেন ‘আজকে আমার দিন’।
দর্শক নন্দিনী চিত্রনায়িকা মাহিয়া মাহির জন্মদিনে ভক্ত, বন্ধু-স্বজনরা শুভেচ্ছা জানাচ্ছেন। কালচারাল ইয়ার্ড পরিবারের পক্ষ থেকে তাকে জন্মদিনের শুভেচ্ছা।
২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক ঘটে মাহির। এরপর তিনি অভিনয় করেন ‘দবির সাহেবের সংসার’, ‘পোড়ামন’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘ভালোবাসা আজকাল’, ‘তবুও ভালোবাসি’, ‘হানিমুন’, ‘অনেক সাধের ময়না’, ‘দেশা দ্য লিডার’, ‘অগ্নি’ ও ‘অগ্নি-২’, ‘কৃষ্ণপক্ষ’, ‘জান্নাত’সহ একাধিক ব্যবসাসফল সিনেমায়।
সম্প্রতি তিনি রায়হান রাফি নির্মিত একটি ওয়েব ফিল্মেও কাজ করেছেন। ‘অক্সিজেন’ ছবিটি করোনাকালের সংকট নিয়ে করা। এছাড়া তিনি শাকিব খানের বিপরীতে ‘নবাব এলএলবি’ সিনেমায় কাজ করছেন। এর শুটিং চলছে। এছাড়া তিনি সাইমন সাদিকের বিপরীতে ‘আনন্দ অশ্রু’ সিনেমার শুটিং শেষ করেছেন। চুক্তিবদ্ধ হয়েছেন সিয়াম আহমেদের বিপরীতে ‘স্বপ্নবাজি’, রোশানের বিপরীতে ‘আশির্বাদ’ সিনেমায়।
মাহিয়া মাহি সংক্রান্ত আরও খবর :
⇒ নায়িকা যখন ভিলেন
⇒ ঢালিউডের নতুন জুটি রোশান-মাহি
১৯৯৩ সালের ২৭ অক্টোবর মাহি রাজশাহীতে জন্মগ্রহণ করেন। পরিবারিক নাম শারমিন আক্তার নিপা। পিতা আবু বকর ও মা দিলারা ইয়াসমিন। তিনি ঢাকার উত্তরা হাইস্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন।
এরপর শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে ফ্যাশন ডিজাইনিংয়ে পড়াশোনা করেন। মিষ্টভাষী মাহিয়া মাহি সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ২০১৬ সালে বিয়ে করেন। দুজনের সুখের সংসার চলছে।
আরও পড়ুন : স্বামীর সঙ্গে মাহিয়া মাহির সেরা জন্মদিন