বাবাকে হারিয়ে শোকে কাতর কোনালকে গাইতে হলো আনন্দের গান
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক:
সঙ্গীতশিল্পী কোনাল গত ১০ সেপ্টেম্বর করোনা আক্রান্ত বাবাকে হারিয়ে শোকে মুহ্যমান ছিলেন। শোক কাটিয়ে উঠতে না পেরে কাজে ফিরেননি। তবে দুই মাস অতিক্রান্ত্র করে শোকাহত কোনাল এবার ‘গাঙচিল’ ছবির একটি টাইটেল গানে কণ্ঠ দিতে ফিরলেন কাজে। তবে শোকাহত কোনালকে গাইতে হলো আনন্দের গান।
গত শুক্রবার ইস্কাটনের একটি স্টুডিওতে ‘গাঙচিল’ ছবির ‘আজকে সবার দিল, একসঙ্গে শামিল’ শিরোনামের গানটি গাইলেন। আনন্দের কিছু মুহূর্ত ঘিরে এ গানের কথা সাজানো।
এ বিষয়ে কোনাল বলেন, বাবাকে হারানোর পর গানে ফেরা খুবই কঠিন ছিল। গানটি গাওয়ার আগে বাবার এক বন্ধু তাঁকে ফোন করলে কান্নায় ভেঙে পড়েন কোনাল। গানটি করার জন্য আগেই কথা দেওয়া ছিল, তাই বাবাকে হারানোর কষ্ট বুকে চেপেই গাইলেন তিনি।
কোনাল জানান, গানটি গাওয়ার সময় তিনি ভেঙে পড়েছিলেন। সবার সহযোগিতা না পেলে গানটি গাওয়া সম্ভব হতো না বলেও জানান কোনাল। এই শিল্পীর গাওয়া ‘বীর’ সিনেমার আইটেম গান ‘মিস বুবলি’ ব্যপক প্রশংসিত হয়েছে। ইউটিউবে এক কোটিবার দেখা হয়েছে গানটি। গানটির কোটি ভিউ পার হওয়ার খবর জেনে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এর আগে গত আগস্টে ‘ব্যাকুল বিহঙ্গ’ সিনেমায় গান গেয়েছেন কোনাল। এর পর পরই করোনায় আক্রান্ত হয়ে মারা যান কোনালের বাবা মনির হোসেন। বাবা মারা যাওয়ার পর গত দুই মাসে চলচ্চিত্র, টিভি, বেতার ও তথ্যচিত্রের একাধিক গানের প্রস্তাব আসে কোনালের। কিন্তু শোকে কাতর কোনাল এতে সাড়া দেননি।
২০০৯ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন কোনাল। এরপর গানের ভুবনে পুরোদমে পথচলা শুরু করেন।