করোনায় আক্রান্ত হয়েছেন মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চলচ্চিত্র নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। গত শুক্রবার তাঁর রিপোর্ট পজেটিভ আসে। শনিবার সন্ধ্যায় তিনি নিজেই করোনা আক্রান্ত হওয়ার খবর জানান।
তিনি জানান, তিনি বুধবার জ্বরে আক্রান্ত হন। এর পরের দিন তিনি একটি বেসরকারি হাসপাতালে নমুনা জমা দেন। শুক্রবার তার রিপোর্ট পজিটিভ আসলে সেদিনই তিনি হাসপাতালে ভর্তি হন।
তিনি বলেন, এই মুহূর্তে শরীর দুর্বল লাগছে। গতকাল থেকে বিভিন্ন টেস্ট শুরু হয়েছে, আজকে রাতের মধ্যে সব টেস্ট শেষ হবে। আগামিকাল রেজাল্ট পাবো। এরপর পরবর্তী করণীয় ঠিক করা হবে।
এর আগে শুক্রবার ঢাকা থিয়েটার আয়োজিত একটি নাটকে থাকার কথা ছিলো তার। কিন্তু অসুস্থতার কারণে তিনি সেখানে উপস্থিত থাকতে পারেননি। পরে জানা যায়, তিনি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু একজন সশস্ত্র মুক্তিযোদ্ধা। তিনি একাত্তরে রণাঙ্গনে থেকে যুদ্ধ করেছেন, তেমনি করোনার শুরু থেকেই ব্যক্তি উদ্যোগ ও থিয়েটারের পক্ষ থেকে রাজধানীসহ দেশব্যাপী অসচ্ছ্বল মানুষের পাশে দাঁড়িয়েছেন। স্বাধীনতা উত্তর বাংলাদেশে তিনি সাংস্কৃতিক বিপ্লবে অংশ নিয়ে লড়াই করে যাচ্ছেন এখনও।
তিনি ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠা করেন। তিনি একজন স্বনামধন্য নাট্যকার ও চলচ্চিত্রকার। তাঁর নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘গেরিলা’ দেশে ও ও বিদেশে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এ চলচ্চিত্রের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি ‘একাত্তরের যীশু’ ও ‘আলফা’ চলচ্চিত্র নির্মাণ করেন।