নিজস্ব প্রতিবেদক:
ঢালিউড প্রিয়দর্শিনী খ্যাত জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন আজ। প্রিয়দর্শিনীর জন্মদিন মানেই অসংখ্য ভক্তকূলের শুভেচ্ছায় সিক্ততা, বিনোদন মাধ্যমে বিশেষ আয়োজন আর গণমাধ্যমে সংবাদচিত্র প্রকাশ। তাই প্রিয়দর্শিনী হয়ে উঠার পর প্রতিটি জন্মদিনই এই নায়িকার জন্য স্পেশাল কিছু।
চিত্রনায়ক স্বামী ওমর সানীসহ সন্তানদের সঙ্গে কাটে তাঁর জন্মদিনের বিশেষ সময়। এছাড়া চলচ্চিত্রের তারকাদের শুভেচ্ছায় সিক্ত হন। আর সবচেয়ে স্পেশাল সময় পার হয় ভক্তদের তৈরি মৌসুমী ফ্যান ক্লাব ও ওমর সানী ফ্যান ক্লাবের ভক্তকূলদের শুভেচ্ছায়। কালচারাল ইয়ার্ড পরিবারের পক্ষ থেকে মৌসুমীর জন্মদিনে শুভেচ্ছা।
পুরো নাম আরিফা পারভিন জামান মৌসুমী। ১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন তিনি। বাবার নাম নাজমুজ্জামান মনর্য মায়ের নাম শামীমা আখতার জামান। তিনি প্রিয়দর্শিনী মৌসুমী নামে পরিচির্য
বিজ্ঞাপনের মডেল হিসেবে শোবিজে পদার্পন করেন। মডেল মৌসুমী দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন। চলচ্চিত্রে তিন দশকের সফল ক্যারিয়ার। সোহানুর রহমান সোহান পরিচালিত সুপারহিট সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’ দিয়ে ১৯৯৩ সালে যাত্রা শুরু ঢালিউডে। এই সিনেমায় তাঁর সঙ্গে অভিষেক ঘটে বাংলাদেশী চলচ্চিত্রের জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করা চিত্রনায়ক সালমান শাহ’র।
এছাড়া তিনি অসংখ্য ব্যবসাসফল চলচ্চিত্র উপহার দিয়েছেন। প্রথম প্রেম, দেনমহর, অন্তরে অন্তরে, বিদ্রোহী বধূ, মুক্তির সংগ্রাম, হারানো প্রেম, ভাংচুর, সাজন, শেষ খেলা, আত্মত্যাগ, বিশ্ব প্রেমিক, গরিবের রাণী, প্রিয় তুমি, লুটতরাজ, আম্মাজান, লাট সাহেবের মেয়ে, মোল্লা বাড়ির বউ, গোলাপী এখন বিলাতেসহ অসংখ্য চলচ্চিত্র তাঁর সাফল্যের ঝুড়িতে।
মৌসুমীর জন্মদিনের আরও খবর
⇒ ভক্তদের নিয়ে মৌসুমীর জমকালো জন্মদিন
⇒ প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন: পরিবারের সঙ্গে কাটাচ্ছেন সময়
তিনি নারগিস আক্তার পরিচালিত ‘মেঘলা আকাশ’ ও চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’ ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মিত ‘তাঁরকাটা’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া পেয়েছেন একাধিক বাচসাস পুরস্কার ও মেরিল প্রথম আলো পুরস্কার।
মৌসুমী চলচ্চিত্র পরিচালনাও করেছেন। তাঁর পরিচালিত প্রথম সিনেমা ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’। এছাড়া তিনি ‘মেহের নিগার’, ‘শূন্য হৃদয়’ ও ‘ভালোবাসবোই তো’ চলচ্চিত্র নির্মাণ করেছেন।
আরও পড়ুন : হিমছড়ির ‘বে-হিলস হোটেল’র শুভেচ্ছাদূত প্রিয়দর্শিনী মৌসুমী
মৌসুমী জাতিসংঘের শিশু তহবিল সংস্থা ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেছেন। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে আন্তর্জাতিক খ্যাতিও পেয়েছেন এই প্রিয়দর্শিনী।