নিজস্ব প্রতিবেদক:
আগামী ৬ নভেম্বর শুক্রবার কক্সবাজার স্কাই মুভি থিয়েটারে ও খুলনার লিবার্টি হলে মুক্তি পাচ্ছে ‘ঊনপঞ্চাশ বাতাস’। ছবিটির নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করেছেন এ খবর।
তিনি জানিয়েছেন, আগামী ৬ নভেম্বর ২০২০ কক্সবাজার স্কাই মুভি থিয়েটারে ঊনপঞ্চাশ বাতাস’র শুভমুক্তি। এদিন শিল্পনগরী খুলনা’র লিবার্টি হলে যাচ্ছে আপনাদের ভালবাসার চলচ্চিত্র ‘ঊনপঞ্চাশ বাতাস’ ।
মাসুদ হাসান উজ্জ্বল বলেন, ‘আমার জন্ম এবং বেড়ে ওঠা খুলনার খালিশপুর শহরে। এই লিবার্টি হলে ছড়িয়ে রয়েছে আমার কৈশোরের হাজারো স্মৃতি। তাই এই হলকে ঘিরে আমার আবেগও একটু বেশী। আমি চেষ্টা করছি ঐ দিনটাতে খুলনায় উপস্থিত থাকতে। খুলনার বন্ধু-পরিজনদের আমন্ত্রণ রইল আপনাদের খুলনার সন্তানের চলচ্চিত্র ঊনপঞ্চাশ বাতাস দেখার।
এদিকে গত ২৩ অক্টোবর ঢাকার পাঁচ হলে মুক্তি পায় মাসুদ হাসান উজ্জ্বলের প্রথম সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’। স্টার সিনেপ্লেক্সের তিন হল, যমুনা ব্লকবাস্টার ও চট্টগ্রামের সিলভার স্ক্রিনে মুক্তি পায় ছবিটি। ছবিটির মুক্তির পর ব্যপক সাড়া পড়ে। পরের সপ্তাহে নারায়নগঞ্জে মুক্তি পায় ছবিটি।
দেশের সুস্থ সিনেমার দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলো ছবিটি। ছবিটি প্রসঙ্গে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল জানিয়েছিলেন, ‘একটা সুস্থ্য স্বাভাবিক পৃথিবীর প্রত্যাশায় আমরা গত ১৩ মার্চ ‘ঊনপঞ্চাশ বাতাস’র মুক্তি স্থগিত করেছিলাম। এর মাঝে চলে গিয়েছে ঘরবন্দী দীর্ঘ ৭ টি মাস!
তিনি বলেন, এখন আমাদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখাটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেই কথা বিবেচনা করে মুক্তি পেলো আপনাদের দীর্ঘ প্রতিক্ষা এবং ভালোবাসার চলচ্চিত্র ‘ঊনপঞ্চাশ বাতাস’।
মাসুদ হাসান উজ্জ্বল নির্মিত ছবিটি ১৩ মার্চ মুক্তির কথা ছিলো। তবে করোনা ইস্যুতে পিছিয়ে যায় ছবিটির মুক্তি। গত ফেব্রুয়ারিতে ‘ঊনপঞ্চাশ বাতাস’ ছবিটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায়।
রেড অক্টোবরের ব্যানারে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছেন আসিফ হানিফ। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন শার্লিন ফারজানা ও ইমতিয়াজ বর্ষণ। ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। এছাড়া এর ফটোগ্রাফি, শিল্প নির্দেশনায়, সঙ্গীত পরিচালনায়, গান রচনায়, পোস্টার ডিজাইনও করেছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল।