দুই বাংলার বহুল জনপ্রিয় চিত্রনায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত আজ ৫০ বছরে পা দিলেন। তিনি হিন্দি সিনেমায়ও সমান জনপ্রিয়তার স্বাক্ষর রেখেছেন। তাঁর সিনেমায় ক্যারিয়ার তিন দশকেরও বেশি সময়ের। অভিনয়ে ও গ্লামারে এখনও এটুকুও টলেননি তিনি। জনপ্রিয় এ চিত্রনায়িকার জন্মদিনে শুভেচ্ছায় ভাসছেন তিনি। কালচারাল ইয়ার্ডের পক্ষ থেকে এ নায়িকাকে।
ঋতুপর্ণার এবারের জন্মদিন কাটছে সিঙ্গাপুরে। লকডাউনের আগে থেকে সেখানে স্বামী সন্তান নিয়ে বসবাস করছেন তিনি। তবে জন্মদিনের প্রথম প্রহর থেকেই ভক্ত-অনুরাগী ও বহুদিনের সহকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ফোনে ম্যাসেজে ঋতুপর্ণার গায়ে শুভেচ্ছার বর্ষণ হচ্ছে।
লকডাউনের আগে তিনি শেষ কাজ করলেন বাংলাদেশের একটি সিনেমায়। নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ‘জ্যাম’ সিনেমাটিতে ফেরদৌসের বিপরীতে তিনি অভিনয় করছেন। চিত্রনায়ক মান্নার প্রযোজনা সংস্থা কৃতাঞ্জলী চলচ্চিত্র থেকে ছবিটি নির্মিত। এর আগে তিনি বাংলাদেশের নায়ক আলমগীর নির্মিত একটি সিনেমার গল্প সিনেমায় অভিনয় করেছেন।
এছাড়া এই দশকে ভারত ও বাংলাদেশের বেশকিছু অন্য ধারার চলচ্চিত্রে অভিনয় করে তিনি দেশে বিদেশে প্রশংসিত হয়েছেন। এর মধ্যে টালিগঞ্জের ‘বুম্বাদা’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রাক্তন ও ঢালিউডের আরেফিন শুভ’র সঙ্গে জুটি বেঁধে অভিনয় করা ছবি আহারে অন্যতম উচ্চতায় আরোহন করছে।
১৯৮৯ সালে বাংলা ধারাবাহিক ‘শ্বেত কপোত’র মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। প্রথম সিনেমা প্রভাত রায়ের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ‘শ্বেতপাথরের থালা’তে অভিষেক। এছাড়া গত তিন দশকে অনেক কালজয়ী চলচ্চিত্রে অভিনয় করে তিনি শীর্ষে রয়েছেন।
ঋতুপর্ণা সেনগুপ্ত কলকাতায় জন্মগ্রহণ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলাবিভাগ থেকে স্নাতকোত্তর শ্রেলিতে ভর্তি হয়েছিলেন। অভিনয়ে আসায় ইতি টানেন পড়াশোনায়।