সুস্থ হয়ে উঠছেন অভিনেতা অপূর্ব : তবে ভুগছেন হেঁচকিতে
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক:
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এরপর বেসরকারি হাসপাতালে চিকিৎসা শুরু হয়। এর মধ্যে ২০ ঘণ্টা আইসিইউতে ছিলেন। জ্বর, শ্বাসকষ্ট নিয়ে স্বাস্থ্যের অবনতি ঘটেছে অনেকবার। তবে এখন তিনি ক্রমশ সুস্থ হয়ে উঠছেন। আইসিউ থেকে কেবিনে ফিরেছেন তিনি। তবে আরও কয়েকদিন হাসপাতালের বিছানায় থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
কিছুদিন আগে জ্বর হয় অপূর্ব’র। ২ নভেম্বর তিনি করোনা পজেটিভ হন। এরপর শরীরে প্লাজমা দেওয়া হয়েছিলো। তবে এরপর আরও দূর্বল হয়ে পড়েন তিনি। এখন সুস্থ আছেন। তবে তিনি এখন হেঁচকি জটিলতায় ভুগছেন।
চিকিৎসকরা বলছেন, অপূর্ব এখন শঙ্কামুক্ত। তবে তাঁর হেঁচকির সমস্যা দেখা দিয়েছে। তবে এটা কেটে যাবে বলে আশাবাদী তারা।
এদিকে অভিনেতা অপূর্ব শনিবার (৭ নভেম্বর) রাতে ফেসবুকে নিজের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন। তিনি সেই ভিডিওতে দেখান, সেলাইন দেওয়ার ক্যানোলা পরানো নিজের বাম হাতের দৃশ্য। সেখানে দেখা যাচ্ছে তার হাত ফুলে গেছে। তিনি সেখানে লেখেন, ‘মহান আল্লাহতালার রহমত এবং আপনাদের ভালোবাসা-দোয়া সাথে থাকলে কোনও কিছুই হয়তো কঠিন হয়ে উঠতে পারে না।’
নেসক্যাফের বিজ্ঞাপনে মডেলিংয়ের মাধ্যমে পথচলা শুরু করেন জিয়াউল ফারুক অপূর্ব। এরপর ২০০৬ সালে গাজী রাকায়েত পরিচালিত বৈবাহিক নাটক দিয়ে অভিনয়ে অভিষেক হয়। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত নাটক ‘বড় ছেলে’-তে অভিনয় করে ব্যাপক জনপ্রিয় হন এই অভিনেতা।
তিনি টেলিভিশন নাটকে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন। আশিকুর রহমান পরিচালিত গ্যাংস্টার রিটার্নস চলচ্চিত্রেও অভিনয় করেন অপূর্ব। তিনি সর্বশেষ গত ২৮ অক্টোবর শিহাব শাহীন নির্মিত ওয়েব ফিল্ম ‘যদি… কিন্তু… তবুও’র শুটিংয়ে অংশ নিয়েছিলেন।