টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব করোনা ভাইরাস থেকে সেরে উঠেছেন। বুধবার (১১ নভেম্বর) সুস্থ হয়ে বাসায় ফিরলেন তিনি। তিনি প্রায় ৮ দিন ধরে হাসপাতালের বিছানায়। এর মধ্যে আইসিউতে ছিলেন ২০ ঘন্টা। চিকিৎসকরা জানিয়েছেন, অপূর্বের সকল রিপোর্ট এখন ভালো। তিনি বাসায় ফিরতে পারবেন।
তবে অপূর্বের শারীরিক দুর্বলতা এখনও কিছুটা রয়েছে। আগামী দুই সপ্তাহ তাঁকে পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসক। কিছুদিন আগে জ্বর হয় অপূর্ব’র। ২ নভেম্বর তিনি করোনা পজেটিভ হন। এরপর শরীরে প্লাজমা দেওয়া হয়েছিলো।
নেসক্যাফের বিজ্ঞাপনে মডেলিংয়ের মাধ্যমে পথচলা শুরু করেন জিয়াউল ফারুক অপূর্ব। এরপর ২০০৬ সালে গাজী রাকায়েত পরিচালিত বৈবাহিক নাটক দিয়ে অভিনয়ে অভিষেক হয়। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত নাটক ‘বড় ছেলে’-তে অভিনয় করে ব্যাপক জনপ্রিয় হন এই অভিনেতা।
তিনি টেলিভিশন নাটকে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন। আশিকুর রহমান পরিচালিত গ্যাংস্টার রিটার্নস চলচ্চিত্রেও অভিনয় করেন অপূর্ব। তিনি সর্বশেষ গত ২৮ অক্টোবর শিহাব শাহীন নির্মিত ওয়েব ফিল্ম ‘যদি… কিন্তু… তবুও’র শুটিংয়ে অংশ নিয়েছিলেন।