করোনায় আক্রান্ত অভিনেতা আজিজুল হাকিম লাইফ সাপোর্টে
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক:
করোনায় আক্রান্ত জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম এখন লাইফ সাপোর্টে। তিনি সপরিবারে করোনাক্রান্ত হয়েছিলেন। তবে স্ত্রী নাট্যকার জিনাত হাকিম ও তাদের ছেলে মুহাইমিন রেদোয়ান হাকিম করোনায় আক্রান্ত হলেও সুস্থ আছেন।
অভিনয়শিল্পী সংঘ ও ডিরেক্টরস গিল্ডের সদস্যরা বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে জানিয়েছেন, আজিজুল হাকিমকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। এর আগে সন্ধ্যার দিকে তাঁকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে আজিজুল হাকিমের সুস্থতার জন্য অভিনয়শিল্পী, নির্মাতা থেকে শুরু করে সাংস্কৃতিক জগতের সুহৃদরা দোয়া চেয়েছেন। তারা সামাজিক যোগগাযোগ মাধ্যমে এ নিয়ে সরব ভূমিকা রাখছেন।
এদিকে গত মঙ্গলবার আজিজুল হাকিম ও তাঁর স্ত্রী ও সন্তানের করোনা পজেটিভ ধরা পড়ে। তাদের শারীরিক কোনও জটিলতা না থাকায় চিকিৎসকের পরামর্শে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন।
আজিজুল হাকিম ছোটবেলা থেকেই থিয়েটারে অভিনয় করেন। তিনি মঞ্চনাটক ও টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ। তিনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন।
১৯৭৭ সাল থেকে তিনি জনপ্রিয় থিয়েটার দল আরণ্যক নাট্যদলের হয়ে অভিনয় করছেন। টেলিভিশনের অসংখ্য জনপ্রিয়ং নাটকে অভিনয় করেছেন তিনি। তিনি টেলিভিশন নাটকে অভিনয় করে নিজেও জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছেন। তিনি সাংস্কৃতিক পরিচালক সমিতির পুরস্কার (২০০১, ২০০২, ২০০৩), বাংলাদেশ টেলিভিশন সাংবাদিক পুরস্কার (২০০২), বাংলাদেশ সাংস্কৃতিক সাংবাদিক ফোরাম পুরস্কারসহ (২০০৩) বেশকিছু সাংষ্কৃতিক পুরস্কার অর্জন করেছেন।
স্ত্রী নাট্যকার ও পরিচালক জিনাত হাকিম মেয়ে নাযাহ হাকিম ও ছেলে মুহাইমিন রেদোয়ানকে নিয়ে তাঁর সংসার।