সৌমিত্র চট্টোপাধ্যায় স্মরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক:
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকাহত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একজন গুনী শিল্পী সৌমিত্রের শিল্পীসত্তার স্মৃতিচারণ করলেন তিনি। সৃষ্টিশীল কর্মের মধ্য দিয়ে সৌমিত্র মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন এ মত ব্যক্ত করেন শেখ হাসিনা।
রবিবার (১৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিভাবান এই শিল্পীর মৃত্যুতে অভিনয় জগতে এক বিশাল শূন্যতা সৃষ্টি হলো। মরহুমের আত্মার শান্তি কামনা করি এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
দীর্ঘ চল্লিশ দিন মৃত্যুদূতের সঙ্গে লড়াই করে কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় রবিবার দুপুর সোয়া ১২টায় মধ্য কলকাতার বেলভিউ নার্সিংহোমে মারা গেছেন। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও মহাতারকা সৌমিত্র ছিলেন একাধারে নাট্যকার, বাচিকশিল্পী, কবি ও চিত্রকর।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোকাহত টালিপাড়া ও একই সঙ্গে ঢালিউড। দুই বাংলার সাংস্কৃতিক অঙ্গনে ছড়িয়ে পড়ে শোক। বেলভিউ হাসপাতালে ছুটে গেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।