নিজস্ব প্রতিবেদক:
দেশের স্বাধীনতার ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যাক্তিত্ব ও সাংবাদিক আনোয়ার হোসেন মঞ্জুকে নিয়ে কামরুল হাসান নাসিম নির্মাণ করেছেন সিনেমা। ছবিটির নাম ‘আয়রন ম্যান’। এ ছবিটি আত্নজৈবনিক হলেও আনোয়ার হোসেন মঞ্জুর কর্মময় জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়সহ দেশের রাজনীতির গুরুত্বপূর্ণ কাহিনী উঠে আসবে।
সম্প্রতি এই প্রামাণ্য ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। আগামী ২৮ নভেম্বর ছবিটির প্রিমিয়ার করা হবে বলে জানিয়েছে ছবিটির প্রযোজনা সংস্থা বৈষ্টমী।
চলচ্চিত্রটিতে আওয়ামী লীগ, দৈনিক ইত্তেফাক, বাংলাদেশের সাংবাদিকতার অন্যতম পথিকৃত মানিক মিয়া, স্বাধীনতার যুদ্ধ ও প্রজ্ঞাবান রাজনীতিক আনোয়ার হোসেন মঞ্জুর জীবন-কর্ম তুলে ধরা হয়েছে। এছাড়া ছবিটির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান স্বাধীনতার আন্দোলন, মুক্তিযুদ্ধে সাংবাদিকতার নানা দিক, শেখ হাসিনা ও নতুন প্রজন্মের রাজনীতিসহ নানা বিষয়।
আইডিয়াল থিংকারস এসোসিয়েশনের উদ্যোগে রাজনৈতিক গবেষণা সংস্থা কেএইচএন রিসার্চ টিম এ ছবিটির নির্মাণ কাজে সহায়তা করেছে।
নতুন প্রজন্মকে আনোয়ার হোসেন মঞ্জুর জীবন-কর্ম বিষয়ে পরিচয় করিয়ে দেওয়ার জন্য নির্মাতা কামরুল হাসান নাসিম ছবিটি বানিয়েছেন এমনটাই জানালেন তিনি। তিনি জানান, আনোয়ার হোসেন মঞ্জুকে নতুন প্রজন্মের জন্য একটি আইড হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে। একজন রাজনৈতিক নেতা, একজন প্রজ্ঞাবান মন্ত্রী ও সর্বোপরি একজন ত্যাগী নেতা হিসেবে দেশের রাজনীতির ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় আনোয়ার হোসেন মঞ্জু।
একজন দৃষ্টান্ত সৃষ্টিকারী রাজনৈতিক ব্যাক্তিত্ব আনোয়ার হোসেন মঞ্জুকে ইতিহাসে জায়গা না করে দেয়াটা একটি সাংস্কৃতিক অপরাধ বলে মনে করেন এই ছবির নির্মাতা।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে ‘আয়রন ম্যান’ প্রামাণ্যচিত্রটি মুক্তি দেয়া হবে বলে জানালেন নির্মাতা। ঢাকা, পিরোজপুর ও গাজীপুরের বিভিন্ন লোকেশনে ছবিটির বিভিন্ন দৃশ্য শ্যুট করা হয়েছে বলে জানান নির্মাতা।
ছবিটিতে বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিত্ব, সাংবাদিক, লেখক ও গবেষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের বক্তব্য উঠে এসেছে বলেও জানান কামরুল হাসান নাসিম।