করোনায় আক্রান্ত ব্লাক ডায়মন্ড খ্যাত সঙ্গীতশিল্পী বেবী নাজনীন
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক:
করোনায় আক্রান্ত হয়েছেন ব্লাক ডায়মন্ড খ্যাত সঙ্গীতশিল্পী বেবী নাজনীন। তিনি এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানেই হাসপাতালে ভর্তি আছেন তিনি। গত বুধবার ১৮ নভেম্বর তিনি জ্বর নিয়ে নিউ জার্সির প্যাটারসনের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। সেখানেই নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি।
প্রথমে করোনা পরীক্ষা করালে তিনি কোভিড নেগেটিভ হন। এরপর শারীরিক নানা পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার করোনা পজিটিভ হয়েছে বলে জানান।
চিকিৎসকরা জানিয়েছেন, বেবী নাজনীনের কিডনির কিছু জটিলতা রয়েছে। তার ছেলে মহারাজা এবং বোন রিনি সাবরিন তার সঙ্গে হাসপাতালে রয়েছেন।
বেবী নাজনীন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তবে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
বেবী নাজনীন চারদিন আগে অনলাইনে একটি রাজনৈতিক সভায় যোগ দিয়েছেন। কয়েকদিন ধরে খাওয়ায় অনিয়ম হচ্ছিল তার। এই অনিয়মের কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে তার পরিবারের সদস্যরা মনে করছেন।
বেবী নাজনীনের পরিবারের সদস্যরা জানান, রাজনীতিতে জড়িত বলে প্রায়ই দেশ-বিদেশে থাকা রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে ভার্চুয়াল মিটিংয়ে অংশ নিতে হয় বেবী নাজনীনকে। এ কারণে খাওয়া দাওয়ায় অনিয়ম হচ্ছিল। এছাড়া তিনি কিডনী জটিলতায় অনেকদিন ধরেই ভুগেছিলেন। এর সূত্র ধরেই জ্বর ও শারীরিক দুর্বলতা দেখা দিয়েছিলো তার।
বেবী নাজনীন গত তিন দশক ধরে বাংলাদেশের আধুনিক ধারার সঙ্গীতের একজন উজ্জ্বল তারা হয়ে আছেন। প্রবাসে থাকলেও তিনি এখনও সমান জনপ্রিয়। ‘ঘুম ভাঙ্গায়া গেলরে মরার কোকিলে’, ‘দু’চোখে ঘুম আসে না’, ‘কাল সারারাত ছিল স্বপ্নেরো রাত’, ‘এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল’সহ বহু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। তার এই গানগুলো এখনও সঙ্গীতপ্রিয় মানুষের গানের তালিকায় স্থান করে আছে। তিনি ‘সাহসী মানুষ চাই’ সিনেমায় শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছেন। এছাড়া তিনি শ্রেষ্ঠ গায়িকা হিসেবে পেয়েছেন বাচসাস পুরস্কার ও টেলিভিশন রিপোটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব)।