প্রয়াত নায়করাজ রাজ্জাকের দুই ছেলে চিত্রনায়ক বাপ্পারাজ ও সম্রাট করোনায় আক্রান্ত হয়েছেন। শুধু তা-ই নয় নায়ক রাজের পরিবারের একাধিক সদস্যও করোনা পজেটিভ। তবে সুস্থ আছেন রাজ্জাকের স্ত্রী খায়রুন্নেছা লক্ষ্মী।
জানা গেছে, শুরুতে সম্রাটের স্ত্রী ও দুই সন্তান করোনা পজেটিভ হন। এরপর বাপ্পারাজের স্ত্রী ও সবশেষে দুই ভাই বাপ্পারাজ ও সম্রাট করোনায় আক্রান্ত হয়েছেন।
এ বিষয়ে সম্রাট জানান, পুরো করোনাকালে বাসায় খুব সতর্কতার সঙ্গে চলাফেরা করেছেন তারা। এরপরও কীভাবে কী হলো বুঝতে পারছেন না।
তিনি সবাইকে উদ্দেশ্য করে বলেন, করোনাকে কেউ হালকাভাবে নেবেন না। সবাই স্বাস্থ্যবিধি মানুন। আমরা সবাই ডাক্তারের পরামর্শ মতো বাসায় আছি। সবার শারীরিক অবস্থা ভালো। দোয়া করবেন আমাদের জন্য।
বর্তমানে বাপ্পা ও সম্রাট তাঁদের পরিবার নিয়ে গুলশানের লক্ষ্মীকুঞ্জে আইসোলেশনে আছেন। তাদের মা খায়রুন্নেছা লক্ষ্মী ক্যান্টনমেন্ট এলাকায় বোনের বাসায় আছেন। তিনি সুস্থ আছেন।
আশির দশক থেকে চিত্রজগতে নায়ক হিসেবে আবির্ভাব হয় নায়ক বাপ্পারাজের। তিনি বাবা কেন চাকর, সন্তান যখন শত্রু, চাপাডাঙ্গার বউসহ বহু সিনেমায় অভিনয় করেছেন। ছোট ছেলে সম্রাটও বাবা ও ভাইয়ের সঙ্গে ছাড়াও বেশকিছু চলচ্চিত্র অভিনয় করেছেন। বাবার মৃত্যুর পর দুই ভাই-ই সিনেমায় অভিনয় থেকে কিছুটা দূরে সরে গেছেন। তবে সর্বশেষ রায়হান রাফি পরিচালিত ‘দহন’ ছবিতে অভিনয় করেছেন বাপ্পারাজ।