বঙ্গবন্ধুকে নিয়ে গান গাইলেন সঙ্গীতশিল্পী ফাহিম ফয়সাল
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক:
সঙ্গীতশিল্পী ফাহিম ফয়সাল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি গান গাইলেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এ গানটির ভিডিওচিত্র তৈরি করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে এটি।
আবুবকর শিকদারের কথা ও জিয়া খানের সুরে গানটির শিরোনাম ‘কে বলে বঙ্গবন্ধু নেই’। ‘৫২ থেকে ৭১, কালরাত্রী থেকে স্বাধীন সূর্যোদয়ে, চির ভাস্বর মৃত্যুঞ্জয়ী, বাংলার ইতিহাসে, কে বলে বঙ্গবন্ধু নেই।’-এমন কথায় গাওয়া হয়েছে গানটি।
এ প্রসঙ্গে সঙ্গীতশিল্পী ফাহিম ফয়সাল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চমৎকার বাণী ও সুরে এই গানটিতে কণ্ঠ দিয়ে বেশ ভালো লেগেছে। এই গানে বঙ্গবন্ধুর জীবনী ফুটে উঠেছে। বায়ান্নর ভাষা আন্দোলন, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, কালরাত্রি, স্বাধীন বাংলার জন্য রাজপথে বঙ্গবন্ধুর সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং সর্বশেষ বঙ্গবন্ধুর হত্যার বিষয়গুলো গানে এসেছে। গানটি সবার ভালো লাগবে বলে মনে করেন ফাহিম ফয়সাল।
ফাহিম ফয়সাল আরও একটি গানে কণ্ঠ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি। সঙ্গীতাঙ্গনসহ মিডিয়ার বিভিন্ন শাখায় দীর্ঘ এক যুগ ধরে তিনি কাজ করছেন। বেশ কয়েকটি একক ও মিশ্র অ্যালবাম রয়েছে তাঁর।
তিনি ‘স্বপ্নসুর’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও লিড ভোকাল। তাঁর জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে- ‘নীলচে আকাশ’, ‘সিজদাহ করি তোমায়’, ‘ভালোবাসার শেষ খেয়াল’, ‘চোখের মাঝে’, ‘ছুঁয়ে দেবে’ ইত্যাদি। এছাড়া তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন।