করোনামুক্ত হয়ে অভিনেতা আজিজুল হাকিম বাসায় ফিরলেন। পরিবারের সদস্যদের সঙ্গে আছেন এখন তিনি। সুস্থ হলেও এখনও দুর্বলতা কাটেনি তার। তিনি ও পরিবারের সদস্যরা বাড়িতেই নিরাপদ অবস্থানে আছেন বলে জানিয়েছেন আজিজুল হাকিমের স্ত্রী নাট্যকার ও নির্মাতা জিনাত হাকিম।
তিনি জানান, আজিজুল হাকিম চিকিৎসা শেষে বুধবার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। গত ১২ নভেম্বর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করে লাইফ সাপোর্ট দিতে হয়েছে। চিকিৎসকরা ধাপে ধাপে যত্নসহকারে চিকিৎসা করিয়ে তাঁকে সুস্থ করে তুলেছেন বলে কৃতজ্ঞতাও জানান তিনি। এছাড়া তিনি ভক্ত-অনুরাগীদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন।
আজিজুল হাকিম এখন স্বাভাবিকভাবে খেতে পারছেন ও হাঁটাচলা করতে পারছেন এমনটাই জানিয়েছেন জিনাত হাকিম।
এদিকে আজিজুল হাকিমের সুস্থতার জন্য অভিনয়শিল্পী, নির্মাতা থেকে শুরু করে সাংস্কৃতিক জগতের সুহৃদরা দোয়া চেয়েছিলেন। সামাজিক যোগগাযোগ মাধ্যমে তারা এ নিয়ে সরব ছিলেন।
আজিজুল হাকিমের স্ত্রী ও সন্তানেরাও করোনা পজেটিভ হয়েছিলেন। তবে তাদের শারীরিক কোনও জটিলতা ছিলনা। তারা এখন সুস্থ আছেন।
আজিজুল হাকিম ছোটবেলা থেকেই থিয়েটারে অভিনয় করেন। তিনি মঞ্চনাটক ও টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ। তিনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন।
১৯৭৭ সাল থেকে তিনি জনপ্রিয় থিয়েটার দল আরণ্যক নাট্যদলের হয়ে অভিনয় করছেন। টেলিভিশনের অসংখ্য জনপ্রিয়ং নাটকে অভিনয় করেছেন তিনি। তিনি টেলিভিশন নাটকে অভিনয় করে নিজেও জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছেন। তিনি সাংস্কৃতিক পরিচালক সমিতির পুরস্কার (২০০১, ২০০২, ২০০৩), বাংলাদেশ টেলিভিশন সাংবাদিক পুরস্কার (২০০২), বাংলাদেশ সাংস্কৃতিক সাংবাদিক ফোরাম পুরস্কারসহ (২০০৩) বেশকিছু সাংষ্কৃতিক পুরস্কার অর্জন করেছেন।
স্ত্রী নাট্যকার ও পরিচালক জিনাত হাকিম মেয়ে নাযাহ হাকিম ও ছেলে মুহাইমিন রেদোয়ানকে নিয়ে তাঁর সংসার।