ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলেন নাট্যনির্মাতা ফজলুর রহমান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বনশ্রী ফরাজী হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি ডিরেক্টরস গিল্ডের সদস্য ছিলেন। তিনি বিটিভির স্বনামধন্য এডিটরও ছিলেন।
জানা গেছে, তিন মাস আগে তাঁর ক্যানসার ধরা পড়ে। ধীরে ধীরে পুরো শরীরে তাঁর রোগ ছড়িয়ে পড়ে। মনের ভোগান্তি যেন না হয়, সে কারণে পরিবার তাঁকে রোগের বিষয়টি জানায়নি। বাদ জোহর বনশ্রীর একটি মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় তাঁকে।
প্রায় চার দশকের বেশি সময় ধরে তিনি টেলিভিশন জগতে কাজ করেছেন। ফজলুর রহমান একক ও ধারাবাহিক নাটক নির্মাণ করেছেন। তাঁর নির্মিত নাটকগুলোর মধ্যে ‘স্বপ্নচূড়া’, ‘দুষ্টু প্রেমের মিষ্টি গল্প’, ‘উল্টো পথে উল্টো রথে’ উল্লেখযোগ্য।
ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক পরিচালক এস এ হক অলীক বলেন, মার্চ মাসের শেষ দিকে ফজলুর রহমান স্ট্রোক করেছিলেন। তখন লকডাউন শুরু হয়। তিনি তখন থেকেই ঠিকমতো হাঁটতে পারতেন না। তিনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। পরে জানা যায় তাঁর শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে। ক্যানসারের বিষয়টি তাঁকে জানানো হয়নি।
নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী ফেসবুকে একটি স্ট্যাটাস লিখেছেন, ‘বিশ্বাস হচ্ছে না। কত্ত মেমোরি এই মানুষটির সাথে! ডিরেক্টরস গিল্ডের সম্মানিত সদস্য এবং বিটিভির স্বনামধন্য এডিটর আমাদের প্রিয় নির্মাতা, প্রিয় মানুষ ফজলুর রহমান ভাই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে আজ সকালে বনশ্রী ফরাজী হাসপাতালে ইন্তেকাল করেছেন।’