ভারতের ফিল্মফেয়ার পুরস্কারে মনোনীত বাংলাদেশী মডেল তন্বী
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক:
ভারতের শোবিজের অন্যতম সম্মানজনক পুরস্কার ফিল্মফেয়ারের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশি মডেল ইশরাত জাহান তন্বী। তিনি বাংলাদেশের একজন নামকরা ড্যান্সারও। স্বপ্ন ছিলো বলিউডে যাবার, এ জন্য পাড়ি জমিয়েছেন ভারতের মুম্বাইয়ে। সেখানে ওয়েব ফিল্মও করেছেন তিনি। বলিউড সিনেমায় কাজ করার স্বপ্নে কাজ করে যাচ্ছেন।
তন্বী‘থারকিস্তান’নামের একটি হিন্দি ভাষার ওয়েব সিরিজে অভিনয় করেছেন। সেই ছবিতে অভিনয়ের জন্য ‘ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড- ২০২০’-এর বেস্ট ফিমেইল অ্যাক্টর (কমেডি) হিসেবে মনোনয়ন পেয়েছেন। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের মাধ্যমে এ খবর পাওয়া গেছে। এদিকে এই পুরস্কার পাওয়ার জন্য দর্শকের ভোট দরকার। সামাজিক যোগাযোগমাধ্যমে এ জন্য ভোটও চেয়েছেন তন্বী।
জানা গেছে, তন্বীসহ মোট ১০ অভিনেত্রীকে বেস্ট ফিমেইল অ্যাক্টর (কমেডি) ক্যাটাগরিতে মনোনয়ন দেওয়া হয়েছে। সেখান দর্শকদের ভোট ও বিচারকদের নম্বরের ভিত্তিতে একজনকে দেওয়া হবে পুরস্কার। আগামী ১৬ ডিসেম্বর বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে এ পুরস্কার।
বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত তন্বী জানান, এটা তার জন্য আনন্দের ও সম্মানের। অনলাইনে ভোটিং চলছে জানিয়ে তিনি নিজের জন্য বাংলাদেশের সবাইকে ভোট করার জন্য অনুরোধ করেন।
১৯৯৮ সালে নতুন কুঁড়ি প্রতিযোগিতার লোকনৃত্য ও দেশাত্মবোধ গান শাখায় অংশগ্রহণ করেছিলেন ইশরাত জাহান তন্বী। এক দশক পর বিজ্ঞাপনে মডেল হিসেবে অভিষেক ঘটে তার। তার নাচ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ২০১৮ সালে তিনি মুম্বাইয়ে পাড়ি জমান। দেশে কাজ করতে চেয়েছিলেন। সেভাবে সুযোগ করে উঠতে পারেননি বলেও জানা যায়।
এ বিষয়ে তন্বী জানান, ২০০৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি বাংলাদেশি টিভিতে কাজ করেছেন। তেমন কোনো সুবিধা করতে পারেননি বলে মুম্বাই পাড়ি জমিয়েছেন। সেখানে নিজের স্বপ্নপূরণের পথে হাঁটছেন বলে এখনও ভালোই লাগছে।–এমনটাই জানিয়েছেন তন্বী।