টেলিভিশনের স্বনামধন্য নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী নির্মাণ করেছেন চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’। আগামী ১১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ছবিটি। তবে ১ ডিসেম্বর চয়নিকা চৌধুরীর জন্মদিনে প্রকাশ পেলো একঝলক ‘বিশ্বসুন্দরী’ । ‘বিশ্বসুন্দরী’ সিনেমা মুক্তির খবরে নিজের জন্মদিন ছুঁয়ে যাচ্ছেনা বলে জানিয়েছেন নির্মাতা।
তবে দিনের প্রথম প্রহরে পরিবারের লোকজন ও কাছের মানুষেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। কেক কেটে ঘরোয়াভাবে উদযাপন করেছেন। এদিন কিছু সময় ব্যায় করেছেন নিজের ছবির নায়িকা পরীমনির সঙ্গে।
‘বিশ্বসুন্দরী’ মুক্তি নিয়ে চয়নিকা বলছেন, ফাইনাল পরীক্ষা দেয়ার আগের অনুভূতি হচ্ছে। মুক্তির আগ পর্যন্ত ‘বিশ্বসুন্দরী’ নিয়েই শুধু ভাবতে চান তিনি।
মঙ্গলবার (১ ডিসেম্বর) ‘বিশ্বসুন্দরী’র এক ঝলক প্রকাশ পেয়েছে। ৫০ সেকেন্ড’র এক ঝলকে রহস্যঘেরা কিছু ফুটেজ দেখা যায়। দেখা যায় অ্যাকশন, পারিবারিক ড্রামা ও রোমান্সের মনোমুগ্ধকর দৃশ্য।
সান মিউজিক এন্ড মোশন পিকচার্স লিমিটেডের প্রযোজনায় ছোট পর্দার গুণী নির্মাতা চয়নিকা চৌধুরী নির্মিত প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’। এ ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন সিয়াম ও পরীমনি।
এছাড়াও ছবিতে আরও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আনন্দ খালেদ, হীরা, সুজন, সীমান্তসহ আরও অনেকে। ছবির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। ছবিটি দেশব্যাপী পরিবেশনার দায়িত্ব নিয়েছে জাজ মাল্টিমিডিয়া। এর সম্প্রচার সহযোগী হিসেবে আছে মাছরাঙা টেলিভিশন।