বাংলা সিনেমার অন্যতম গুণী অভিনেতা মনু মুখার্জি’র প্রয়াণ
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক:
কিছুদিন আগেই চলে গেলেন বাংলা ছবির কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। আর এবার চলে গেলেন আরেকজন গুণী অভিনেতা মনু মুখার্জি। সত্যজিত ও মৃণালের মতো পরিচালকের সিনেমার গুরত্বপূর্ণ অভিনেতা ছিলেন মনু। রবিবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টায় ৯৩ বছর বয়সে প্রয়াত হলেন তিনি।
ভারতীয় গণমাধ্যম থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, মনু মুখার্জী বেশ কয়েক বছর ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। কোমরের সমস্যা থাকায় শেষ চার বছর তিনি ছিলেন একেবারে শয্যাশায়ী। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি। এই গুনী অভিনেতার মৃত্যুতে শোকাহত বাংলা চলচ্চিত্রের শিল্পী-কুশলীরা। শোকাহত সিনেমাপ্রেমী অসংখ্য ভক্ত-অনুরাগীরা।
এই গুনী অভিনেতার মৃত্যুতে শোক জানিয়েছেন টালিউড ও ঢালিউডের শিল্পী তারকারা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে এই গুনী অভিনেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।
১৯৫৯ সালে মুক্তিপ্রাপ্ত মৃণাল সেনের ‘নীল আকাশের নিচে’ সিনেমায় অভিষেক হয় মনু মুখার্জীর। অভিনয় করেছেন সত্যজিৎ রায়ের ‘জয় বাবা ফেলুনাথ’ সিনেমায়।
এছাড়া নব্বই দশকে প্রচুর বাংলা সিনেমায় বাবার চরিত্রে অভিনয় করেছেন। কমেডি থেকে সিরিয়াস সব চরিত্রে অভিনয় করেছেন। অভিনয় দিয়ে বাংলাদেশ ও ভারতের দর্শকের মনে জায়গা করে নিয়েছেন বর্ষীয়ান এই অভিনেতা। তাঁর অভিনীত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ‘মৃগয়া’, ‘অশনি সংকেত’, ‘শ্বেত পাথরের থালা’, ‘গণদেবতা’, ‘পাতালঘর’, ‘বাকিটা ব্যক্তিগত’, ‘সোনার খাঁচা’, ‘ফুলেশ্বরী’, ‘প্রতিদান’, ‘কাঁচের পৃথিবী’ ইত্যাদি। এছাড়া থিয়েটার ও টেলিভিশনের অসংখ্য নাটকে অভিনয় করেছেন তিনি।
মনু মুখার্জী ২০১৫ সালে পশ্চিমবঙ্গে টেলি সম্মান পুরস্কার অনুষ্ঠানে ‘আজীবন সম্মাননা’য় ভূষিত হয়েছেন। বাংলা চলচ্চিত্র এই গুনী অভিনেতাকে অনেকদিন মনে রাখবে। কালচারাল ইয়ার্ড পরিবারের পক্ষ থেকে এই অভিনেতা প্রতি শ্রদ্ধা।