আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বিজয় দিবসে অনলাইনে জসীম আহমেদের সিনেমা ‘দাগ’র ফ্রি প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। ১৬ ডিসেম্বর রাত সাড়ে ১২টা থেকে অনলাইন প্লাটফর্ম ভিমিয়োতে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।
এ ব্যাপারে চলচ্চিত্রটির নির্মাতা জসীম আহমেদ জানিয়েছেন, মহান স্বাধীনতাযুদ্ধের পটভূমিতে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাগ’ ভিমিয়োতে বিনামূল্যে দর্শকরা উপভোগ করতে পারবেন। বিজয় দিবসে তাই এই ছবিটি দেখানোয় আনন্দিত নির্মাতা।
ছবিটি মহান স্বাধীনতাযুদ্ধের পটভূমিতে নির্মিত। সিনেমাটিতে নায়িকা শিলা এক অন্যরকম মুক্তিযুদ্ধে অবতীর্ণ হয় যে যুদ্ধ এখনো শেষ হয়নি। একাত্তরের কোনও এক রাতে শিলার ঘরে আশ্রয় নিতে এসেছিল একজন অকুতোভয় মুক্তিযোদ্ধা জাফর। ঢাকায় অপারশেন করা যার লক্ষ্য। কিন্তু জাফরের উপস্থিতি টের পেয়ে যায় স্থানীয় রাজাকাররা। পাকস্তানি বাহিনীর দোসর খায়ের তার সাঙ্গপাঙ্গরা জাফরকে খুঁজতে শিলাদের ঘরে আসে। মুক্তিযোদ্ধা জাফরকে খুঁজে না পেয়ে শিলার বাবাকে হত্যা করে রাজাকাররা। এখান থেকেই শুরু হয় ছবিটির গল্প।
চলচ্চিত্রে মূল চরিত্রে অভিনয় করেছেন শারমিন জোহা শশী। এছাড়া ছবিটিতে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, বাকার বকুলসহ অনেকে। ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পান্থ শাহরিয়ার। চিত্রগ্রহণ করেছেন জোগেন্দ্র পাণ্ডা, সম্পাদনায় ছিলেন সুমিত ঘোষ, সাউন্ড ডিজাইনে রিপণ নাথ। সঙ্গীত পরিচালনায় ছিলেন পার্থ বড়ুয়া।
ভিউজ এন্ড ভিশনস’র প্রযোজনায় ছবিটির নির্বাহী প্রযোজক অম্লান বিশ্বাস। ছবিটি ২০১৭ সালে ৭০তম কান চলচ্চিত্র উৎসবের শর্টফিল্ম কর্নারে বাংলাদেশ থেকে অংশ নিয়েছিলো। ২০১৮ সালে ‘দাগ’ স্বল্পদৈর্ঘ্যটি সার্ক চলচ্চিত্র উৎসবে সরকারিভাবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে।
এছাড়া জসীম আহমেদ’র নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি এ বছর করোনায় সৃষ্ট দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে অন-ডিমান্ড-রেন্টাল সিস্টেমে ১ ডলারের বিনিময়ে ভিমিয়োতে মুক্তি পায়।