দুই বাংলার জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী জয়া আহসান। ঢাকার মতোই তাঁর প্রিয় শহর কলকাতা। বহুদিন পর নিজের প্রিয় শহর কলকাতায় ফিরলেন টালিপাড়ার সিনেমার কাজে। কলকাতার যোধপুর পার্কে অবস্থিত নিজের বাড়িতে পৌঁছেছেন তিনি। বহুদিন পর জানলার ওপারের দেবদারু গাছের ছায়ায় অবগাহন করলেন যেন। এই দেবদারু গাছের ছায়া মিস করছেন বলে করোনাকালীন ঢাকায় বন্দি জয়ার মুখে শোনা গেছে বেদনার সুর।
জানা গেছে, বুধবার তিনি পৌছেছেন কলকাতায়। আর বৃহস্পতিবার সন্ধে থেকেই শুরু করলেন কাজ। বাওয়ালি রাজবাড়িতে একটি বিজ্ঞাপনচিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এদিকে টলিউডের ‘সোয়েটার’ ও ‘হৃদপিণ্ড’-খ্যাত নির্মাতা শিলাদিত্য মৌলিক এর ছবি ‘ছেলেধরা’তে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে।
ভারতের আনন্দবাজার ডিজিটালের সঙ্গে আলাপে জয়া বলেন, ‘কলকাতা আমার জীবনে বিচ্ছিন্ন কিছু নয় আর। ঢাকা যদি হয় শেকড়, কলকাতায় আমি আমার ডালপালা মেলেছি।
তিনি বলেন, ‘ওই যে আমার বাড়ির জানলা, তা তো যে কোনও বাড়ির চোখ। কলকাতার বাড়ির এই দীঘল চোখের জানলাটাই ছিল আমার মুক্তির দরজা। এর ভেতর দিয়ে বয়ে আসা হাওয়ার ঝাপট কোথায় উড়িয়ে নিয়ে যেত আমার ক্লান্তি, আমার অবসন্নতা। আহা, আমার মন–ভালর জানলা!”
এদিকে করোনাকালে জয়া আহসান ঢাকায় দুটি ছবির কাজ শেষ করলেন। একটি পিপলু আর খানের পরিচালনায় নাম ঠিক না হওয়া একটি চলচ্চিত্র। যেটির প্রযোজক জয়া আহসান নিজেই। অন্য সিনেমাটি কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের উপন্যাস ‘বিধবাদের কথা’ অবলম্বনে আকরাম খান নির্মিত ‘নকশিকাঁথার জমিন’। গত ৯ নভেম্বর সিনেমাটির শুটিং সম্পন্ন হয়।