টালিউডে এ বছরের নতুন খবর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে এবার একই ছবিতে পর্দায় হাজির হচ্ছেন দেবশ্রী রায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। উইন্ডোজের ব্যানারে ছবিটি পরিচালনা করবেন শিবপ্রসাদ-নন্দিতা জুটি। ভারতীয় সংবাদমাধ্যম থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এর আগে প্রসেনজিৎ- ঋতুপর্ণাকে নিয়ে ‘প্রাক্তন’ চলচ্চিত্র বানিয়েছেন শিবপ্রসাদ-নন্দিতা জুটি। আবার ঋতুপর্ণা –প্রসেনজিৎ জুটি নিয়ে ছবি বানাচ্ছেন তারা। তবে এবার যুক্ত হচ্ছেন প্রসেনজিৎ-এর প্রাক্তণী দেবশ্রী।
তবে এ ব্যাপারে শিবপ্রসাদ-নন্দিতা কিংবা প্রসেনজিৎ-ঋতুপর্ণা-দেবশ্রী কেউই কিছু বলছেন না।
তবে টালিউডের একাধিক সূত্র বলছে শীঘ্রই এই তিনজনকে নিয়ে ছবির কাজ শুরু করবেন শিবপ্রসাদ ও নন্দিতা। প্রসেনজিৎ, দেবশ্রী ও ঋতুপর্ণার সঙ্গে এ নিয়ে বিস্তর আলাপ আলোচনা এগিয়ে রেখেছেন পরিচালকদ্বয়।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সর্বশেষ অভিনয় করেছেন অতনু ঘোষের ‘রবিবার’ ও চন্দ্রাশিস রায়ের ‘নিরন্তর’ সিনেমায়।
ঋতুপর্ণা সেনগুপ্ত লকডাউনের শুরু থেকেই আছেন সিঙ্গাপুরে। অন্যদিকে দেবশ্রী রায়ও দীর্ঘদিন অভিনয় জগৎ থেকে দূরে আছেন।