নিজস্ব প্রতিবেদক:
এবার ভারতের গোয়া চলচ্চিত্র উৎসবে তানভীর মোকাম্মেল নির্মিত ‘রূপসা নদীর বাঁকে’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে। ১৬ জানুয়ারি থেকে শুরু হয়ে এ উসব শেষ হবে ২৪ জানুয়ারি। এছাড়া কলকাতায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের পঞ্চাশতমবর্ষ উপলক্ষ্যে তানভীর মোকাম্মেলের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘জীবনঢুলী’র বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
১৬ জানুয়ারি গোয়া চলচ্চিত্র উৎসব উদ্বোধনে উপস্থিত থাকবেন চলচ্চিত্র পরিচালক তানভীর মোকাম্মেল। সেখানে আরও উপস্থিত থাকবেন ছবিটির প্রধান সহকারী পরিচালক ও শিল্পনির্দেশক উত্তম গুহ, সম্পাদক মহাদেব শী এবং কাস্টিং ডিরেক্টর, কস্টিউম ডিজাইনার ও অভিনেত্রী চিত্রলেখা গুহ।
২১ জানুয়ারি আইজেনস্টাইন সিনে ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত কলকাতার গোর্কি সদনে উপস্থিত থাকবেন সিনেমার টিম। ‘রূপসা নদীর বাঁকে’ চলচ্চিত্রটির একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে সেখানে।
একজন ত্যাগী বামপন্থি নেতাকে ঘিরে গড়ে উঠেছে এ ছবির কাহিনী। যাকে ১৯৭১ সালে রাজাকাররা হত্যা করে। স্বদেশী আন্দোলন, দেশভাগ, তেভাগা আন্দোলন, রাজশাহী জেলের খাপড়া ওয়ার্ডে কমিউনিস্টদের আলোচিত হত্যার ঘটনা, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের পটভূমি উঠে এসেছে ছবিটিতে। এই পটভূমিতে একজন সমাজতন্ত্রে বিশ্বাসী বিপ্লবীর জীবনের প্রেক্ষিতে নির্মাণ করা হয়েছে ঘটনার প্রেক্ষাপট।
২০১৬-২০১৭ অর্থবছরে সরকারি অনুদান পায় ছবিটি। পাশাপাশি ছবিটি গণঅর্থায়নে নির্মিত হয়েছে। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ছবির শুটিং শুরু হয়।
তিন বয়সের বামপন্থি নেতার তিনটি চরিত্রে অভিনয় করেছেন তওসিফ সাদমান তূর্য, জাহিদ হাসান শোভন ও খায়রুল আলম সবুজ। এতে পুলিশ সুপারের চরিত্রে অভিনয় করেছেন একজন ব্রিটিশ অভিনেতা। তার নাম অ্যান্ড্রু জোনস।
এছাড়া সিনেমাটিতে রামেন্দু মজুমদার, আতাউর রহমান, চিত্রলেখা গুহ, নাজিবা বাশার, কেরামত মওলা, ঝুনা চৌধুরী, আফজাল কবির, মাসুম বাশারসহ আরও অনেকে অভিনয় করেছেন।
ছবির চিত্রগ্রহণ করেছেন সদ্যপ্রয়াত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান। খুলনা, দৌলতপুর স্টেশন ও কুমিল্লায় সিনেমাটির শুটিং করা হয়েছে।