নিজস্ব প্রতিবেদক:
করোনাকালে কিছুটা জাঁকজমকহীনভাবেই শুরু হলো কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শুক্রবার (৮ জানুয়ারি) স্বাস্থ্যবিধি মেনে নবান্নের ঘেরাটোপে উৎসবের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর বলিউড কিং শাহরুখ খান স্বশরীরে উপস্থিত থাকতে না পারলেও যোগ দিয়েছেন ভার্চুয়ালি। তবে শাহরুখের ভার্চুয়ালিই উপস্থিতি উৎসবে জৌলুস নিয়ে এসেছে যেন।
শাহরুখ এবার স্বশরীরে উপস্থিত হতে না পেরে কথা দেন শীঘ্রই ফিরবেন বাংলায়। আর বাংলার মূখ্যমন্ত্রী মমতাও ভাই সম্বোধন করে রাখিবন্ধনে আসার আমন্ত্রন জানান। ভাই-বোনের মধুর এই যোগাযোগের সাক্ষী-ই হলো যেন কলকাতা উৎসব।
শাহরুখ তাঁর বক্তব্যে বলেন, অতিমারি থেকে তিনি শিখেছেন পরিবারই জীবনের সবচেয়ে দামী জিনিস। কলকাতা শাহরুখের পরিবার বলে জানিয়ে তিনি বলেন দ্রুতই বাংলায় যাবেন। পরের বার কলকাতায় এসে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন এবং অনেকটা সময় কাটাবেন বলেন জানান তিনি। মমতাও শাহরুখকে ‘ভাই’ সম্বোধন করে রাখিবন্ধনে আসার আমন্ত্রণ জানান।
মমতা-শাহরুখের এই মায়ার বাঁধ সম্পর্কে সবারই জানা। প্রতিবছরই কলকাতা উৎসবের এ আয়োজনে উপস্থিত থাকেন বলিউডের বাদশাহ।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বলেন, এ বারের উৎসবের আগে আমরা বহু শিল্পীকে হারিয়েছি । যদিও তার দুঃখ রয়ে গিয়েছে, তবুও স্বাস্থ্যবিধি মেনে উৎসব চালিয়ে যেতে হবে।
বলিউডের নামকরা চলচ্চিত্র পরিচালক অনুভব সিন্হা, বাংলার নামকরা পরিচালক গৌতম ঘোষ, কৌশিক সেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, অরিন্দম শীল, অভিনেতা রঞ্জিত মল্লিক, দেব, সোহম চক্রবর্তী, অভিনেত্রী ও সাংসদ নুসরত জাহান, জনপ্রিয় চিত্রনায়িকা ও অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তীসহ ভারত ও বাংলার নামকরা তারকারা উপস্থিত ছিলেন।
সৌমিত্র চট্টোপাধ্যায় স্মরণে ‘অপুর সংসার’
ফিল্মোৎসব চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। করোনাবিধি মেনে নন্দন, রবীন্দ্রসদন, শিশির মঞ্চ-সহ মোট আটটি প্রেক্ষাগৃহে উৎসবের সিনেমা প্রদর্শন করা হচ্ছে। এবার এ উৎসবে ছবি দেখার জন্য অনলাইনে দু’দিনের অগ্রিম টিকিট বুক করার ব্যবস্থা ছিল। শুক্রবার (৮ জানুয়ারি) একটি বিজ্ঞপ্তি জারি করে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটি জানিয়েছে, যাঁরা অনলাইনে ‘বুক মাই শো’র মাধ্যমে ১০ জানুয়ারি পর্যন্ত আসন সংরক্ষণ করেছেন, তাঁরা হলে এসে সংরক্ষিত আসনে বসে সিনেমা দেখতে পারবেন। আর ওই দু’দিনে যে সমস্ত আসনের অনলাইন বুকিং হয়নি, সেই সব আসনে বিশেষ অতিথি, অতিথি ও সংবাদমাধ্য়মের কার্ড থাকা দর্শকরা হলে এসে সিনেমা দেখতে পারবেন।
তবে ১১ জানুয়ারি থেকে উৎসবের বাকি দিনগুলোর জন্য অনলাইন টিকিট সংরক্ষণের ব্যবস্থা থাকছে না। তবে ডেলিগেট, গেস্ট ও প্রেস কার্ড যাঁদের আছে তাঁরা কার্ড দেখিয়ে কোভিড বিধি মেনে ও শারীরিক দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়িয়ে হলে সিনেমা দেখতে পারবেন। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে এ উৎসব।
জানা গেছে, প্রয়াত কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় স্মরণে ৯ জানুয়ারি শনিবার রবীন্দ্র সদনে উদ্বোধনী ছবি হিসেবে তাঁর অভিনীত ‘অপুর সংসার’ সিনেমাটি প্রদর্শিত হবে।
এবারের উৎসবে ৪৫টি দেশের ৮১টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা ও ৫০টি শর্টফিল্ম দেখানো হবে। বাংলাদেশ থেকে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ‘নোনাজলের কাব্য’দেখানো হবে।