সঙ্গীতজ্ঞ ফোয়াদ নাসের বাবু অসুস্থ হয়ে হাসপতালে ভর্তি
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের স্বনামধন্য সঙ্গীতজ্ঞ, সঙ্গীত পরিচালক ও ফিডব্যাক ব্যান্ডের প্রধান ফোয়াদ নাসের বাবু গুরুতর অসুস্থ। তাঁকে বেসরকারি একটি হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
জানা গেছে, শুক্রবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ফোয়াদ নাসের বাবু হঠাৎ নিজ বাসায় হার্ট অ্যাটাক করেন। শনিবার (৯ জানুয়ারি) মধ্যরাত সাড়ে ১২টার দিকে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষনে রেখেছেন চিকিৎসকরা।
ফোয়াদ নাসের বাবু ম্যাসিভ হার্ট অ্যাটাক করেছেন বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন। হাসপাতালটির কার্ডিয়াক বিভাগ তাঁর চিকিৎসা করছেন। তাঁর শরীরে এনজিওগ্রাম থেকে শুরু করে অনেকগুলো পরীক্ষা করা হয়েছে।
দেশের অন্যতম জনপ্রিয়, পুরনো ও সফল ব্যান্ড ফিডব্যাকের প্রতিষ্ঠাতা সদস্য ফোয়াদ নাসের বাবু। তাঁর অসাধারণ সুর, সংগীত ও নেতৃত্বে এই ব্যান্ডটি এখনও এগিয়ে যাচ্ছে।
ব্যান্ড পরিচালনার পাশাপাশি তিনি স্বাধীন সঙ্গীত পরিচালক হিসেবে টানা ৫ দশক কাজ করে চলেছেন। তিনি জিজ্ঞেল, নাটক, অডিও ও চলচ্চিত্রেও কাজ করেছেন।