হাসপাতালে চিকিৎসাধীন সঙ্গীতজ্ঞ ফোয়াদ নাসের বাবু এখন শঙ্কামুক্ত। তাঁকে দুদিনের মধ্যে বাসায় নিয়ে যাওয়া যাবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনিভার্সেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন সঙ্গীত পরিচালক ও শিল্পী ব্যান্ডদল ফিডব্যাক’র প্রধান সদস্য ফোয়াদ নাসের বাবু।
শুক্রবার (৮ জানুয়ারি) রাতে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার কাছের প্রিয়জন থেকে শুরু করে ভক্ত অনুরাগীরা প্রার্থনা করছেন। শুরুতে তাঁকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছিলো। নিবিড় পর্যবেক্ষণে থেকে তিনি এখন সুস্থ হয়ে উঠছেন। এখন রবিবার (১০ জানুয়ারি) তিনি শঙ্গামুক্ত আছেন-এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা।
জানা যায়, শনিবার ভোর ৪টার দিকে তাঁর বুকে রিং পরানো হয়। এরপর থেকে তিনি শঙ্কামুক্ত। তার হার্টে দুটি ব্লক ছিল। এর একটি সম্পূর্ণ ব্লক, অন্যটি ৭০ ভাগ ব্লক বলে ডাক্তাররা জানান।
তবে বাসায় রেখে নিবিড় পর্যবেক্ষণে রাখলে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন বলে জানিয়ে ডাক্তাররা জানান, আগামী দুদিনের মধ্যে তাঁকে বাসায় নেওয়া যাবে।
বাংলাদেশের স্বনামধন্য সঙ্গীতজ্ঞ, সঙ্গীত পরিচালক ও ফিডব্যাক ব্যান্ডের প্রধান ফোয়াদ নাসের বাবু শুক্রবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ নিজ বাসায় হার্ট অ্যাটাক করেন। শনিবার (৯ জানুয়ারি) মধ্যরাত সাড়ে ১২টার দিকে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষনে রেখেছেন চিকিৎসকরা।
দেশের অন্যতম জনপ্রিয়, পুরনো ও সফল ব্যান্ড ফিডব্যাকের প্রতিষ্ঠাতা সদস্য ফোয়াদ নাসের বাবু। তাঁর অসাধারণ সুর, সংগীত ও নেতৃত্বে এই ব্যান্ডটি এখনও এগিয়ে যাচ্ছে।
ব্যান্ড পরিচালনার পাশাপাশি তিনি স্বাধীন সঙ্গীত পরিচালক হিসেবে টানা ৫ দশক কাজ করে চলেছেন। তিনি জিজ্ঞেল, নাটক, অডিও ও চলচ্চিত্রেও কাজ করেছেন।