নিজস্ব প্রতিবেদক:
অবশেষে শুটিংয়ে যাচ্ছে বাঙালি জাতির জনকের বায়োপিক সিনেমা ‘বঙ্গবন্ধু’। যে সিনেমায় অভিনয় করছেন বাংলাদেশের একঝাঁক তারকা। বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করছেন চিত্রনায়ক আরিফিন শুভ। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, নুসরাত ইমরোজ তিশা, দিঘীসহ দেশের নামকরা শিল্পীরা। শুটিংয়ের আগে শিল্পীরা গণভবনে সাক্ষাত করলেন প্রধানমন্ত্রী ও জাতির জনকের কন্যা শেখ হাসিনার সঙ্গে।
ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া আন্তর্জাতিক মানের নির্মাতা শ্যাম বেনেগাল ছবিটি নির্মাণ করছেন। তিনি নানা গবেষণা শেষে নিলেন অডিশন। এর মাধ্যমে নির্বাচন করলেন শিল্পী-কুশলী। গেল বছরেই ছবিটির শুটিং শুরুর প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু বাঁধ সাধলো করোনা। এবার সব বাধা কাটিয়ে লাইট, ক্যামেরায় ধারণ হবে বঙ্গবন্ধুর জীবনী। এ মাসের শেষে ভারতে শুরু হবে শুটিং। অভিনয়শিল্পীদের নিয়ে ছোট একটি কর্মশালাও হবে।
এর আগে শিল্পীরা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন। বঙ্গবন্ধু ও তাঁদের পরিবার নিয়ে আরও কিছু পাঠ নিলেন। এটা এই শিল্পীদের কাছে ছবি শুরু করার আগে একটা পাঠচক্র ছিলো। বঙ্গবন্ধুর দুই কন্যার কাছে তাদের পরিবারের সদস্যদের নানা বিষয় সম্পর্কে পাঠ নিয়ে সবাই যেন আলোকিত অনেকটাই।
৯ জানুয়ারি শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে সাক্ষাতে বঙ্গবন্ধু সিনেমার ২০জনের মতো শিল্পী-কুশলীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বঙগবন্ধু ও তাঁর পরিবারের নানা বিষয় জানতে চান তারা। তাদেরকে বিভিন্ন বিষয় অবহিত করেন প্রধানমন্ত্রী।
শুভকে নিজের বাবার ভূমিকায় ভালো করে অভিনয় করতে বললেন প্রধানমন্ত্রী
সিনেমার প্রধান চরিত্র বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয়ের জন্য নির্বাচিত হওয়া অভিনেতা আরিফিন শুভ প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাতকে শুধু সৌজন্য সাক্ষাৎ না বলে একে একটি অনানুষ্ঠানিক কর্মশালা বলে অভিহিত করলেন।
তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে আগে সাক্ষাৎ হলেও এটি গতানুগতিক কোন সাক্ষাৎ নয়। শেখ হাসিনা ও শেখ রেহানা প্রধানমন্ত্রীসহ বঙ্গবন্ধুর পরিবারের নানা চরিত্র নিয়ে কথা বলেন।
তিনি বলেন, এতদিন বঙ্গবন্ধু ও তার পরিবার নিয়ে অনেক পড়াশোনা করলেও তাদের সঙ্গে কথা বলে যে অনুপ্রেরণা পেয়েছেন তা অন্য কোথাও পাওয়া যাবেনা। এ সময় প্রধানমন্ত্রী তাঁকে অনুপ্রেরণা দিয়ে তাঁর বাবার চরিত্রটি ভালোভাবে করার পরামর্শ দিয়েছিলেন বলে জানান আরিফিন শুভ।
তুমি আমার মায়ের রোমান্টিক পার্টটা করছো :দীঘি
প্রধানমন্ত্রী অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘিকে বলেন, তুমি আমার মায়ের রোমান্টিক পার্টটা করছো। আমার মা কিন্তু বেশ রোমান্টিক ছিলেন। চরিত্রটা ভালো করে করো। শেখ হাসিনা তার মায়ের চরিত্র নিয়ে দীঘিকে নানা বিষয় ব্রিফ করেন।
গত বছরের ১৭ মার্চ এফডিসিতে হয়েছে এ ছবির মহরত। গেলো বছরে শুটিং শুরু হওয়ার কথা থাকলেও করোনায় তা বাতিল করা হয়।
জানা গেছে, আগামী ২৫ জানুয়ারি মুম্বাইয়ে এর প্রথম লটের শুটিং শুরু হবে। চলবে ১০ এপ্রিল পর্যন্ত। ছবিটিতে ফজিলাতুন্নেসা মুজিব চরিত্রে আছেন নুসরাত ইমরোজ তিশা ও শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। জেনারেল আইয়ুব খানের চরিত্রে অভিনয় করছেন খলনায়ক মিশা সওদাগর ।
গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে আরও অভিনয় করছেন শেখ হাসিনার বড় ভূমিকায় জান্নাতুল সুমাইয়া, সৈয়দ নজরুল ইসলাম চরিত্রে সায়েম সামাদ, এ কে ফজলুল হকের চরিত্রে শহীদুল ইসলাম সাচ্চু, আব্দুল হামিদ খান ভাসানীর চরিত্রে রাইসুল ইসলাম আসাদ, বঙ্গবন্ধুর দাদা আবদুল হামিদের চরিত্রে গাজী রাকায়েত, তাজউদ্দীন আহমেদের দায়িত্বে ফেরদৌস আহমেদ, সোহরাওয়ার্দী চরিত্রে তৌকীর আহমেদ, শওকত মিয়া চরিত্রে সিয়াম আহমেদ।
ছবিটিতে শ্যাম বেনেগালের সহযোগী পরিচালক হিসেবে দয়াল নিহালানি রয়েছেন। ছবিটির চিত্রনাট্য করেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনায় আছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল। ছবিটি বাংলা ভাষায় নির্মিত হলেও এর সাবটাইটেল হবে হিন্দিতে।