‘ডিরেক্টরস গিল্ড’ এর ত্রি-বার্ষিক নির্বাচন ২৬ ফেব্রুয়ারি
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক:
আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে টেলিভিশন নাট্যপরিচালকদের ‘ডিরেক্টরস গিল্ড’ এর ত্রি-বার্ষিক নির্বাচন। ২০২১-২২ মেয়াদের কমিটি নির্বাচনের জন্য এ দিনটি প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
জানা গেছে, ৯ জানুয়ারি রাজধানীর শিল্পকলা একাডেমিতে ডিরেক্টরস গিল্ডের বিদায়ী কমিটির দ্বি-বার্ষিক সাধারণ সভায় আসন্ন নির্বাচনী দিন ঘোষণা করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
এ সময় বর্তমান কমিটির সভাপতি সালাউদ্দিন লাভলু ও সাধারণ সম্পাদক এসএ হক অলিকসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সেখানে জানানো হয়, ২৬ ফেব্রুয়ারি নতুন মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে থাকলে এই সম্ভাব্য তারিখ পেছানো হতে পারে।
জানা গেছে, নির্বাচনের নির্বাচন কমিশন ও আপিল বিভাগে মোট ছয় জন থাকবেন। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার হিসেবে থাকছেন এস এম মহসিন। তাঁর সঙ্গে আরও দুজন নির্বাচন কমিশনার হিসেবে থাকবেন অনন্ত হিরা ও ঝুনা চৌধুরী। অন্যদিকে আপিল বিভাগে থাকবেন কিংবদন্তী অভিনেতা সৈয়দ হাসান ইমাম, মামুনুর রশীদ ও আবুল হায়াত।
এছাড়া আসন্ন নির্বাচনে দপ্তর সম্পাদক, আইন ও বিচার সালিশ সম্পাদক এবং অনলাইন প্রচার প্রকাশনা সম্পাদক নামে তিনটি পদ বাড়ানো হয়েছে বলে জানা গেছে। কার্যনির্বাহী পদের এগারোজন থেকে নয়জন করা হয়েছে বলেও জানা যায়।
স্বাস্থ্যবিধি মেনে নির্বাচন অনুষ্ঠান নিশ্চিতের সব ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নির্বাচনে মোট ভোটার সংখ্যা সর্বমোট পাঁচ’শ জনের মতো থাকবেন।